খেলা

‘অনেক গোল করা’ আতালান্তাকে নিয়ে সতর্ক পিএসজি

Byস্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় সুযোগ পেয়েই শেষ আটে উঠে এসেছে ইতালির দল আতালান্তা। অগাস্টে লিসবনে সেরি আর লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা এই দলটির মুখোমুখি হবে ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি।

ড্রয়ের পর প্রতিপক্ষকে নিয়ে শুক্রবার উয়েফাকে নিজের ভাবনার কথা জানান জার্মান কোচ টুখেল।

“আতালান্তা দারুণ একটা দল। তারা খুব আক্রমণাত্মক খেলে এবং প্রচুর গোল করে। আমাদের প্রস্তুত হতে হবে এবং সতর্কভাবে খেলতে হবে।”

“আমরা এখন কোয়ার্টার-ফাইনালে এবং আমরা এখানে এসেছি এটা জিততে।”

দুই লেগ মিলে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ আটে ওঠে পিএসজি। স্প্যানিশ ক্লাব ভালেন্সিয়াকে দুই লেগ মিলে ৮-৪ ব্যবধানে হারিয়ে একই পর্বের টিকেট পায় আতালান্তা।

SCROLL FOR NEXT