খেলা

জাপানে ফিরে ‘স্বেচ্ছা-আইসোলেশনে’ শেখ জামালের কাতো

Byক্রীড়া প্রতিবেদক

নিজের ফেইসবুক পেইজে হাসির ইমোজি দিয়ে কাতো লিখেছেন, “আমি আমার জীবনের প্রথম চার্টারের জন্য (চার্টার্ড বিমানে করে) জাপানে ফিরে এসেছি! আমি এখান থেকে ২ সপ্তাহের জন্য বাড়িতে সংযত (স্বেচ্ছা-আইসোলেশনে) আছি । আজকের জন্য আপনাকে ধন্যবাদ।”

 

গত বৃহস্পতিবার চার্টার্ড বিমানে কাতো ছাড়াও দুই জাপানি মিডফিল্ডার মোহামেডান স্পোর্টিং ক্লাবের উরু নাগাতা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের নোরিকো হাসিগুচি একই বিমানে ঢাকা ছাড়েন।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও প্রিমিয়ার লিগের খেলা বন্ধ রয়েছে। কবে নাগাদ ফুটবল মাঠে গড়াবে, তার নিশ্চয়তা নেই। লিগে খেলা বিদেশিদের অনেকে এরই মধ্যে দেশে ফিরেছেন।

SCROLL FOR NEXT