খেলা

সেরি আ বাতিলের বিপক্ষে ইতালির ফুটবল প্রধান

Byস্পোর্টস ডেস্ক

মৌসুম আবার শুরু করা না গেলে ক্লাবগুলোর আয় অন্তত ৭০ কোটি ইউরো কম হবে বলে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে জানিয়েছেন তিনি।

“আমি ফুটবল বিশ্বের স্বার্থ রক্ষা করি। আমি মৌসুম বাতিলের পক্ষে নই, যদি না খেলোয়াড়, কোচিং স্টাফ ও সহযোগীদের স্বাস্থ্য ঝুঁকি থাকে। তবে কোনো একজনের আমাকে ব্যাপারটা পরিষ্কার করে বলতে হবে।”

“মৌসুম বাতিল হলে আমরা ৭০ থেকে ৮০ কোটি ইউরো হারাব। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হলে ক্ষতি হবে ৩০ কোটি ইউরো।”

গ্রাভিনা এখন তাকিয়ে আছেন সরকারের দিকে।

“লিগ বাতিল হলে কত বিষয় আমাদের মোকাবেলা করতে হবে, কল্পনা করতে পারেন? কে রেলিগেশনে যাবে? কে প্রোমোশন পাবে?”

“সবাই মৌসুম বাতিল করার কথা বলছে। আমি চাই সরকারই সিদ্ধান্ত নিক। আমি সবসময় নিয়মকে সম্মান করব।”

SCROLL FOR NEXT