খেলা

নেইমার না মার্তিনেস? দুজনকেই চাই সেতিয়েনের

Byস্পোর্টস ডেস্ক

২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। আগামী দলবদলে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড আবার লিওনেল মেসি-লুইস সুয়ারেসদের সঙ্গে যোগ দিতে পারেন বলে গুঞ্জন আছে।

এদিকে, সুয়ারেসের চোট আর অঁতোয়ান গ্রিজমানের দলের সঙ্গে ভালোমত মানিয়ে নিতে না পারার কারণে স্প্যানিশ চ্যাম্পিয়নরা নতুন স্ট্রাইকারের খোঁজ করছে বলে গণমাধ্যমের খবর। আর সেখানে বার বার উঠে আসছে মেসির ২২ বছর বয়সী জাতীয় দলের সতীর্থ মার্তিনেসের নাম।

বার্সেলোনার জন্যে দুইজনের মধ্যে কে বেশি মানানসই? স্প্যানিশ একটি রেডিওর স্পোর্টস প্রাগ্রামে এমন প্রশ্নের জবাবে দুজনকেই বেছে নেন সেতিয়েন।

“তারা সবাই দারুণ ফুটবলার, কিভাবে আমি তাদের অপছন্দ করব?”

তবে বাস্তবতাও তুলে ধরেন গত জানুয়ারিতে সাবেক কোচ এরনেস্তো ভালভেরদের স্থলাভিষিক্ত হওয়া সেতিয়েন।

“নেইমার তাদের মধ্যে অন্যতম। তবে প্রেক্ষাপট বিবেচনায় আপনাকে বুঝতে হবে, কোনটা সম্ভব আর কোনটা সম্ভব না।”

“আমরা জানি, এইসব ফুটবলারদের মূল্য অনেক এবং তাদের আনা সহজ নয়।”

SCROLL FOR NEXT