খেলা

লিভারপুলের হাতে শিরোপা দেখতে চান না পগবা

Byস্পোর্টস ডেস্ক

দুর্বার গতিতে ছুটে চলা লিভারপুল সোমবার ৩-২ গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে পৌঁছে গেছে শিরোপার আরও কাছে। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৭৯। বাকি ১১ ম্যাচের চারটিতে জিতলে অন্য কোনো হিসেব ছাড়াই ১৯৯০ সালের পর প্রথম লিগ শিরোপা উঠবে তাদের হাতে।

মৌসুমের শুরু থেকে ধারাবাহিকভাবে ভালো খেলে চলা লিভারপুলের শিরোপা জয় সময়ের ব্যাপার বলে মনে করেন পগবা।

“লিগে এই মৌসুমে এখন পর্যন্ত তারা কোনো ম্যাচ হারেনি। এরই মধ্যে প্রিমিয়ার লিগ শিরোপায় তারা এক হাত দিয়ে রেখেছে।”

“ম্যানচেস্টার ইউনাইটেডের একজন খেলোয়াড় হিসেবে এবং তাদের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতার কথা বিবেচনায় নিলে, আমরা চাই না যে তারা শিরোপা জিতুক। আমাদের বাইরে আর কেউ শিরোপা জিতুক তা আমরা চাই না।”

পগবা অবশ্য মানছেন, লিভারপুল যে মানের ফুটবল খেলছে তাতে আজ যে অবস্থানে তারা আছে সেটা তাদের প্রাপ্য।

SCROLL FOR NEXT