খেলা

বড় পরিসরে ক্লাব বিশ্বকাপের প্রথম আসর চীনে

Byস্পোর্টস ডেস্ক

২০০০ সাল থেকে ছয় কনফেডারেশন চ্যাম্পিয়ন ও স্বাগতিক দেশের লিগ চ্যাম্পিয়ন-এই মোট সাত দলের অংশগ্রহনে প্রতি বছর হয়ে আসছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ২০২১ সাল থেকে এই টুর্নামেন্টে অংশ নেবে ২৪টি দল। চার বছর পরপর জুন-জুলাইয়ে হবে নতুন সংস্করণের এই টুর্নামেন্ট। বর্তমানে এই সময়ে বিশ্বকাপের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট কনফেডারেশন্স কাপের আয়োজন করে থাকে ফিফা।

পরিকল্পনা অনুযায়ী ২৪টি দলের মধ্যে আটটি ক্লাব আসবে ইউরোপ থেকে। লাতিন আমেরিকার ক্লাব থাকবে ছয়টি। তিনটি করে ক্লাব অংশ নেবে আফ্রিকা, এশিয়া এবং উত্তর ও মধ্য আমেরিকা থেকে। অবশিষ্ট একটি ক্লাব হবে ওশেনিয়ার। প্রতিটি দল ৫ কোটি পাউন্ড করে আয় করবে বলে ধারণা করা হচ্ছে। প্রতি চার বছর পরপর জুন-জুলাই মাসে বসবে এই আসর।

সাত দলের টুর্নামেন্টে পরের দুই আসরের স্বাগতিক কাতার। ২০১৯ সালের আসর শুরু হবে আগামী ১১ ডিসেম্বর।

SCROLL FOR NEXT