খেলা

বৃষ্টিতে বসুন্ধরা কিংস-আরামবাগ ম্যাচ স্থগিত, জয়ে ফিরল মুক্তিযোদ্ধা

Byক্রীড়া প্রতিবেদক

রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে বৃহস্পতিবার বসুন্ধরা ও আরামবাগের খেলা মাঠে গড়ানোর আট মিনিট পর বৃষ্টি শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পর মাঠ খেলার উপযুক্ত না হওয়ায় ম্যাচটি স্থগিত করার কথা বাফুফে এক বিবৃতিতে জানায়। প্রথম পর্বে আরামবাগকে ৩-২ গোলে হারিয়েছিল শীর্ষে থাকা বসুন্ধরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নোফেলকে ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স। প্রথম পর্বে ২-০ গোলে জিতেছিল নোফেল।

১৯তম মিনিটে মান্নাফ রাব্বীর গোলে এগিয়ে যায় ব্রাদার্স। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ইসমাইল বাঙ্গুরার বাড়ানো বল ধরে জমির উদ্দিনের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে ম্যাচে সমতায় ফেরে।

রাব্বীর শট ক্রসবারে লেগে ফেরার পর ৮০তম মিনিটে সুদানের ফরোয়ার্ড জেমস মগার দূরপাল্লার শটে ফের এগিয়ে যায় ব্রাদার্স। বাকিটা সময় এ গোল ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ম্যাচের ৮২তম মিনিটে জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতোর গোলে বিজেএমসিকে ১-০ ব্যবধানে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। প্রথম পর্বে ২-০ গোলে জিতেছিল তারা।

নয় ম্যাচ পর জয়ে ফেরা মুক্তিযোদ্ধা ২১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে। ৮ পয়েন্ট নিয়ে তলানিতে বিজেএমসি। ১৬ করে পয়েন্ট ব্রাদার্স ও নোফেলের।

SCROLL FOR NEXT