খেলা

বার্সেলোনার অধিনায়ক মেসি

Byস্পোর্টস ডেস্ক

২০০২ সালে মূল দলে অভিষেকের পর ১৬ মৌসুম কাম্প নউয়ে কাটিয়ে মে মাসে জাপানের জে. লিগের দল ভিসেল কোবেতে যোগ দেন ইনিয়েস্তা।

শুক্রবার কাতালান ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ২০১৮-১৯ মৌসুমে নিজেদের চার অধিনায়কের মধ্যে প্রথম পছন্দ হিসেবে ৩১ বছর বয়সী আর্জেন্টাইন তারকার নাম ঘোষণা করে। অন্য তিন অধিনায়ক হচ্ছেন সের্হিও বুসকেতস, জেরার্দ পিকে ও সের্হিও রবের্তো।

২০১৫ সালে বার্সেলোনার দ্বিতীয় অধিনায়ক হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়েছিল। তাই ইনিয়েস্তার উত্তরসূরি হিসেবে তার নামটা প্রত্যাশিতই ছিল। আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্বও পালন করছেন তিনি।

২০১৪-১৫ মৌসুমের পর প্রথমবারের মতো বার্সেলোনার চার অধিনায়কই হলেন ক্লাবটির যুব প্রকল্প থেকে উঠে আসা ফুটবলাররা। তখন প্রথম পছন্দের অধিনায়ক ছিলেন চাভি। অন্য তিনজন ছিলেন ইনিয়েস্তা, মেসি ও বুসকেতস।

SCROLL FOR NEXT