খেলা

বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ড এল-হাদারির

Byস্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারে পাঁচ বার বিশ্বকাপ বাছাই পর্বে খেলেছেন হাদারি। অবশেষে মূল মঞ্চে খেলার অপেক্ষা ফুরোলো তার। ভলগোগ্রাদে সোমবার সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপ অভিষেকেই রেকর্ডটি গড়লেন তিনি। ম্যাচটি খেলতে নামার দিন তার বয়স ছিল ৪৫ বছর ১৬১ দিন।

সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার আগের রেকর্ডটি ছিল কলম্বিয়ার ফারিদ মন্দ্রাগনের দখলে। ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বে কলম্বিয়ার শেষ ম্যাচে জাপানের বিপক্ষে বদলি হিসেবে নেমে রেকর্ডটি গড়েন ৪৩ বছর তিন দিন বয়সী মন্দ্রাগন।

মজার বিষয় চলতি আসরে তিনজন কোচ রয়েছেন যারা বয়সে হাদারির চেয়ে ছোট। তারা হলেন- সেনেগালের আলিয়ু সিসে, সার্বিয়ার ম্লাদেন ক্রাস্তাইচ ও বেলজিয়ামের রবের্তো মার্তিনেস।

SCROLL FOR NEXT