খেলা

বেলজিয়ামের এখনই সময়: হ্যাজার্ড

Byস্পোর্টস ডেস্ক

গত মৌসুমের ক্লাব ফুটবলে আলো ছড়ানো একাধিক খেলোয়াড় আছে বেলজিয়াম দলে। চেলসির হয়ে দারুণ খেলেছেন থিবো কোর্তোয়া ও আজার। ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে দারুণ অবদান কেভিন ডি ব্রুইনের। ম্যানচেস্টার ইউনাইটেডর হয়ে ভালো করেছেন রোমেলু লুকাকু। আজারের তাই মনে হচ্ছে বেলজিয়ামের ভালো কিছু করার এখনই সময়।

“আমি মনে করি, আমরা সবাই সর্বোচ্চ পর্যায়ে আছি। কেভিন ম্যানচেস্টার সিটিতে, রোমেলু ম্যানচেস্টার ইউনাইটেডে, আমি এবং থিবো চেলসিতে।”

“আমরা সবাই বড় ক্লাবে খেলি; ভালো একটা মৌসুম কাটিয়েছি। তাই, আমরা যদি দারুণ কিছু করতে চাই, তাহলে সেটা এখনই। এটা আগামী এক, দুই বা চার বছরের মধ্যে নয়। আমি মনে করি, ঐক্যবদ্ধ হওয়া এবং দুর্দান্ত কিছু করার এখনই সময়।”

আগামী ১৮ জুন পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করবে বেলজিয়াম। ‘জি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও তিউনিশিয়া।

SCROLL FOR NEXT