খেলা

মাঠে ফিরতে 'প্রত্যাশার চেয়ে ভালো' করছে নেইমার

Byস্পোর্টস ডেস্ক

পিএসজির হয়ে গত ২৫ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে পায়ের পাতার মেটাটারসাল হার ভাঙার পর থেকে খেলার বাইরে নেইমার। কদিন আগে অনুশীলনে ফেরা এই ফরোয়ার্ডের লক্ষ্য এখন রাশিয়া বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হওয়া।

বিশ্ব সেরার এবারের আসরে ২৬ বছর বয়সী এই খেলোয়াড়কে দেখা হচ্ছে সেলেসাওদের অন্যতম ভরসা হিসেবে।

নেইমারের বর্তমান অবস্থা প্রসঙ্গে ব্রাজিল দলের ট্রেনার ফাবিও বলেন, "তার উন্নতি প্রত্যাশার চেয়ে ভাল।"

১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা। 'ই' গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ কোস্টা রিকা ও সার্বিয়া।

মার্চে নেইমারের পায়ে অস্ত্রোপচার করা চিকিৎসক দলের প্রধান ছিলেন রদ্রিগো লাসমার। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের শারীরিক অবস্থা প্রসঙ্গে ব্রাজিল দলের এই চিকিৎসক বলেন, "নেইমার তার স্বাভাবিক মুভমেন্ট একটু একটু করে ফিরে পাচ্ছে।"     

"পরের ধাপ হলো দলের সঙ্গে পুরোদমে অনুশীলন। এরপরই ম্যাচ খেলা।"

SCROLL FOR NEXT