খেলা

সেরাটা খেলেছে বায়ার্ন: হাইনকেস

Byস্পোর্টস ডেস্ক

নিজেদের মাঠে প্রথম লেগে ২-১ গোলে হারা বায়ার্ন মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে দারুণভাবে শুরু করে ফিরতি লেগের লড়াই। বাঁকে বাঁকে রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি শেষ হয় ২-২ গোলের ড্রয়ে। দুই লেগ মিলিয়ে ৪-৩ অগ্রগামিতায় টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে জিনেদিন জিদানের দল।  

রিয়ালের মাঠে ফিরতি লেগ হয়ে থাকল ইউরোপিয়ান প্রতিযোগিতায় কোচ হাইনকেসের শেষ ম্যাচ। কার্লো আনচেলত্তি বরখাস্ত হওয়ার পর গত অক্টোবরে চতুর্থবারের মতো বায়ার্নের কোচের দায়িত্বে আসেন ৭২ বছর বয়সী এই জার্মান কোচ।

বায়ার্ন পরের গোলটি খায় গোলরক্ষক স্ভেন উলরাইশের মারাত্মক ভুলে। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বায়ার্নের খেলার প্রশংসাই বেশি করলেন গত মাসে দলটিকে বুন্ডেসলিগা শিরোপা জেতানো কোচ।

“উলরাইশ একটু তাল হারিয়ে ফেলেছিল। আমরা বিশ্বমানের এবং অনেক সুন্দর ফুটবল খেলেছিলাম। আমাদের বিদায় নেওয়াটা অনেক দুর্ভাগ্যজনক।”

“দীর্ঘ সময় ধরে বায়ার্নের এত ভালো খেলা আমি দেখিনি। মাদ্রিদ শুধুই পাল্টা আক্রমণ করেছে।”

“নিঃসন্দেহে দুই ম্যাচেই আমরা তুলনামূলক ভালো দল ছিলাম। তবে আমরা ফাইনালে উঠতে পারিনি। আমরা আধিপত্য দেখিয়েছিলাম। বিশেষ করে শেষ দিকে নাভাস (রিয়ালের গোলরক্ষক) ছিল দুর্দান্ত।”

এর আগে অবসর ভেঙে ফিরে এলেও এবারের অবসরটা স্থায়ী হবে বলেই জানালেন হাইনকেস।

“এবারেরটা স্থায়ী। কখনই আমি ফের এই বেঞ্চে বসবো না।”

SCROLL FOR NEXT