খেলা

হিগুয়াইনকে নিয়ে সতর্ক টটেনহ্যাম কোচ

Byস্পোর্টস ডেস্ক

গোড়ালির গাঁটের চোটের কারণে ইউভেন্তুসের গত দুই ম্যাচে খেলতে পারেননি ইউভেন্তুস। বুধবার হতে যাওয়া টটেনহ্যামের বিপক্ষে ম্যাচেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে ফেরায় ওয়েম্বলিতে তার ফেরার ভালো সম্ভাবনা জেগেছে।

গত মাসে হওয়া প্রথম লেগে ম্যাচের শুরুর দিকে জোড়া গোল করেছিলেন হিগুয়াইন; কিন্তু বিরতির আগে একটি পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। পরে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২ ড্র করে মাঠ ছাড়ে টটেনহ্যাম।

নিজেদের মাঠ ওয়েম্বলিতে ফিরতি পর্বের আগে তাই হিগুয়াইনকে নিয়ে শিষ্যদের সতর্ক থাকার পরামর্শ দিলেন পচেত্তিনো।

“আমার মতে, হ্যারি কেইনের মতোই সে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। আমরা তার মেধা সম্পর্কে খুব ভালো করে জানি। কখনও কখনও তাকে আটকানো সহজ নয়। পাওলো দিবালা কিংবা লিওনেল মেসি, এই ধরনের খেলোয়াড়ের মতো।” 

“তাকে নিয়ে আমাদের সতর্ক থাকা প্রয়োজন। যাদের বিপক্ষে খেলতে যাচ্ছি তাদের সবাইকে নিয়েই সতর্ক থাকতে হবে।”

SCROLL FOR NEXT