খেলা

‘মেসির ছায়া থেকে সরতে বার্সা ছাড়তে হতোই নেইমারকে’

Byস্পোর্টস ডেস্ক

গত অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। ব্রাজিলের এই ফরোয়ার্ডের আগেই বার্সা ছেড়ে ইউভেন্তুস হয়ে ফরাসি ক্লাবটিতে যান ডিফেন্ডার আলভেস।

পিএসজিতে প্রথম বছরেই নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন নেইমার। সব ধরনের প্রতিযোগিতায় এরই মধ্যে করেছেন ২৬ গোল। লিগ ওয়ানে ১১ পয়েন্টের ব্যবধানে শীর্ষে আছে দল। দাপটের সঙ্গে খেলছে চ্যাম্পিয়ন্স লিগ, ফরাসি কাপ ও ফরাসি লিগ কাপ।

ফ্রান্সে পাড়ি জমানোর পর নেইমার জানিয়েছিলেন, স্বদেশি আলভেসের সঙ্গে আলাপ আলোচনা তাকে কাম্প নউ ছাড়ার সিদ্ধান্তে সহযোগিতা করেছে। তবে বিশ্ব কাঁপানো এই দল-বদলে নিজের ভূমিকাটাকে ছোট করেই দেখছেন ব্রাজিলিয়ান রাইটব্যাক আলভেস।

“আমি তাকে কিছু উপদেশ দিয়েছিলাম। এই ক্লাব ও শহরে আমার যেসব ভালো বিষয়ের অভিজ্ঞতা হয়েছে, আমি তাকে সে সব বলেছিলাম।”

“আমি তাকে কেবল বলেছিলাম, নিজের মন অনুসরণ করতে এবং সুখী হতে। এটাই ছিল তাকে দেওয়া আমার একমাত্র উপদেশ।”

“আমি মনে করি, বিশ্ব ফুটবলে সে মেসির পর্যায়েই সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়। ব্যাপারটা হলো, তার (মেসির) ছায়া থেকে তার বের হওয়া লাগতোই।”

SCROLL FOR NEXT