খেলা

ব্রাদার্স-আরামবাগ ড্র

Byক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার গোলশূন্য প্রথমার্ধে দুই দল বলার মতো কোনো সুযোগ পায়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আধিপত্য করতে থাকে আরামবাগ। ৪৯তম মিনিটে এগিয়ে যায় দলটি। সোহেল রানার সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে বাঁ দিক থেকে জোরালো কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন রাজন মিয়া।

৭৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার ভালো সুযোগ নষ্ট হয় আরামবাগের। সতীর্থের বাড়ানো ক্রসে সোহেলের হেড সাইড পোস্টে লেগে ফেরে।

শেষ দিকে ঘুরে দাঁড়ায় প্রথম পর্বে আরামবাগের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ব্রাদার্স। ৭৮তম মিনিটে এনামুল হকের কর্নারে কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিওর ভলি জালে জড়ালে সমতায় ফেরে দলটি।

১৫ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে আরামবাগ; ১৪ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে নবম স্থানে উঠে এল মারুফুল হকের ব্রাদার্স।

বৃহস্পতিবার প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারানো সাইফ স্পোর্টিং ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। একাদশ হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা ৮ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে এগারতম।

SCROLL FOR NEXT