খেলা

মাঠে ফিরছেন বেল

Byস্পোর্টস ডেস্ক

মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত আড়াইটায় তৃতীয় সারির দলটির বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

সেপ্টেম্বরের শেষ দিকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে কাফে চোট পেয়েছিলেন বেল। মাঝে সুস্থ হয়ে অনুশীলনে ফিরলেও এ মাসের শুরুতে অ্যাবডাক্টরে চোট পেয়ে ফের ছিটকে যান ওয়েলসের এই ফরোয়ার্ড।

এবার পুরাপুরি সুস্থ হয়েই বেল মাঠে নামতে পারবেন বলে আশা করছেন কোচ জিনেদিন জিদান।

সোমবার সংবাদ সম্মেলনে ফরাসি এই কোচ বলেন, "বেলকে খেলানোর পরিকল্পনা আছে। কতক্ষণের জন্য, সেটা আমরা দেখব।"

"যত দ্রুত সম্ভব আমি গ্যারেথকে শতভাগ ফিট দেখতে চাই। কিন্তু কবে সে ওই অবস্থায় ফিরতে পারবে, আমি জানি না।"

অক্টোবরে কোপা দেল রের চতুর্থ রাউন্ডের প্রথম লেগে ফুয়েনলাব্রাদার মাঠে ২-০ গোলে জিতেছিল জিদানের দল।

SCROLL FOR NEXT