খেলা

নিয়াজ-রিফাত নেই এবারের জাতীয় দাবায়

Byক্রীড়া প্রতিবেদক
নিয়াজ মোর্শেদ

আগামী মঙ্গলবার বাংলাদেশ দাবা ফেডারেশনে শুরু হবে জাতীয় দাবার ৪৩তম প্রতিযোগিতা। ব্যাক্তিগত কারণে অংশ নিচ্ছেন না গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার চাকুরির কারণে খেলছেন না।

বাকি তিন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, জিয়াউর রহমান ও আব্দুল্লাহ আল রাকিবসহ মোট ১৪ জন দাবাড়ু এবার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বলে সোমবার সংবাদ সম্মেলনে জানান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন।

“জাতীয় দাবায় যারা ভাল করবে, তাদের দাবা অলিম্পিয়াডে অংশে নেয়ার সুযোগ থাকবে। নিয়াজ ও রিফাতকে চেষ্টা করেও খেলানো যায়নি। আশা করছি, তাদের ছাড়াও জাতীয় আসরটি ভাল হবে।”

জিয়ার মনে হচ্ছে তিন গ্র্যান্ডমাস্টারের মধ্যে শিরোপা লড়াইটা বেশি জমবে।

“দুজন গ্র্যান্ডমাস্টার না খেললেও আমার মনে হচ্ছে, এবারের আসরটি জমজমাট হবে। যারা খেলবে, তারাও ভালো। তবে গ্র্যান্ডমাস্টারদের মধ্যে প্রতিযোগিতা একটু বেশি হবে।”

SCROLL FOR NEXT