খেলা

মেসির সঙ্গে কেউ পারে না: বার্সা সভাপতি

Byস্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার কাম্প নউয়ে অলিম্পিয়াকোসের বিপক্ষে বার্সেলোনার ৩-১ ব্যবধানের জয়ে একটি গোল করে ইউরোপিয়ান ফুটবলে শততম গোলের মাইলফলকে পৌঁছান মেসি। একটি গোল করান লুকাস দিনিয়েকে দিয়ে; অপর গোলটি আত্মঘাতী।
   
মেসির বয়স এখন ৩০ হলেও তার খেলার ধার কমার কোনো লক্ষণ নেই। পাঁচ বারের বর্ষসেরা ফুটবলারের খেলায় তাই অভিভূত বার্তোমেউ।
  
বার্সা টিভিকে তিনি বলেন, “আমি বিশ্ব ফুটবলের সব পুরস্কার মেসিকে দিতাম। কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। সে একটা যুগ তৈরি করেছে। সে এখনও এই অসাধারণ পর্যায়ে আছে।”
 
এরনেস্তো ভালভেরদের অধীনে দারুণ খেলছে বার্সেলোনা। লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এখন পর্যন্ত তিন ম্যাচের সবকটিতে জয় পেয়েছে কাতালান দলটি।
 
ভালভেরদের প্রশংসা করে বার্সেলোনা সভাপতি বলেন, “আমরা জানতাম তিনি কেমন কোচ। তিনি বুদ্ধিমান। তিনি ম্যাচগুলো ভালোভাবে পরিচালনা করেন।… কাম্প নউ ও সমর্থকদের প্রেমে পড়ে গেছেন তিনি।”
 
বার্সেলোনা তাদের পরবর্তী ম্যাচে আগামী শনিবার লা লিগায় মালাগার মুখোমুখি হবে।

SCROLL FOR NEXT