খেলা

‘মেসির সঙ্গে এমন আচরণ করত না নেইমার’

Byস্পোর্টস ডেস্ক

লিগ ওয়ানে গত রোববার লিওঁর বিপক্ষে পিএসজির ২-০ গোলের জয়ের ম্যাচে একটি স্পট-কিক নেওয়াকে কেন্দ্র করে মতভেদ দেখা দেয় কাভানি ও নেইমারের মাঝে। শেষ পর্যন্ত কাভানি পেনাল্টি শটটি নিলেও গোল হয়নি।

আতলেতিকো মাদ্রিদের সাবেক তারকা ফোরলানের মতে, তার স্বদেশি কাভানির নেইমারের কাছ থেকে আরও ভালো আচরণ প্রাপ্য।

“(কাভানির) সম্মান প্রাপ্য। বছরের পর বছর ধরে সে গোল করে চলেছে এবং পেনাল্টি নিচ্ছে। তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে।”

এ ক্ষেত্রে বার্সেলোনায় মেসির সঙ্গে নেইমারের আচরণের প্রসঙ্গ টানেন ফোরলান।

“মেসির সঙ্গে নেইমার এমনটা করতো না। সে চায়নি কাভানি পেনাল্টি নিক। সে একটা বাচ্চা ছেলের মতো তাকে বিরক্ত করতেছিল।”

পিএসজির সভাপতি নাসের আল -খেলাইফি অবশ্য জানিয়েছেন, দলের তারকা দুই ফরোয়ার্ডের মধ্যে কোনো সমস্যা নেই।

তবে স্পট কিক নেওয়ার ক্ষেত্রে নেইমার ও কাভানিকে নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নিতে তাগিদ দিয়েছেন কোচ উনাই এমেরি। প্রয়োজন হলে এ বিষয়ে তিনি নিজে হস্তক্ষেপ করবেন বলে জানিয়েছেন।

পেনাল্টি নেওয়া নিয়ে দুই তারকার মধ্যে মতভেদ দেখা দিলেও এ মৌসুমে পিএসজির জয়ের ছন্দে এখন পর্যন্ত ছেদ পড়েনি। সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে তারা।

SCROLL FOR NEXT