খেলা

নেইমারের সিদ্ধান্ত বুঝতে পারছেন না রোনালদিনিয়ো

Byস্পোর্টস ডেস্ক

গত বৃহস্পতিবার বিশ্ব রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে পাঁচ বছরের জন্য কাম্প নউ ছেড়ে ফ্রান্সে পাড়ি জমান নেইমার।

বার্সেলোনার হয়ে খেলার সময় ২০০৫ সালে ব্যালন ডি’অর জেতার পথে সবাইকে মুগ্ধ করেন রোনালদিনিয়ো। কাম্প নউয়ে ব্রাজিলিয়ান ফুটবলারদের খেলার ধারা নেইমার ধরে রেখেছিলেন।

বলা হচ্ছে, লিওনেল মেসির ছায়া থেকে বেড়িয়ে আসা ও বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার জয়ের ইচ্ছাই বার্সেলোনা ছাড়তে নেইমারের সিদ্ধান্তে প্রভাব রেখেছিল। কিন্তু রোনালদিনিয়োর বিশ্বাস, গুরুত্বপূর্ণ দিকটা দেখতে ব্যর্থ হচ্ছেন ২৫ বছর বয়সী এই খেলোয়াড়।

বার্সেলোনার সাবেক খেলোয়াড় মুন্দো দেপোর্তিভোকে বলেন, “হ্যাঁ, সে সতর্ক ছিল। তবে এটা কঠিন যে নেইমারের মন বলেনি যে সর্বোৎকৃষ্ট জায়গাটা ছিল বার্সেলোনা।”   

বার্সেলোনায় যোগ দেওয়ার আগে পিএসজিতে খেলা রোনালদিনিয়োর মত, মেসিই এখনও বিশ্বসেরা।  

“ক্রিস্তিয়ানো (রোনালদো) ও মেসি দুই জনই বড় মাপের খেলোয়াড়। তবে আমি মেসির সঙ্গে থাকছি কারণ, সে আমার বন্ধু।”

SCROLL FOR NEXT