খেলা

গোলবন্যার ম্যাচে বায়ার্নের রোমাঞ্চকর জয়

Byস্পোর্টস ডেস্ক

শনিবার জার্মানির শীর্ষ লিগের ম্যাচে ৫-৪ গোলে জিতেছে তিন ম্যাচ হাতে রেখে শিরোপা জেতা বায়ার্ন।

দ্বিতীয় মিনিটেই অস্ট্রিয়ার মিডফিল্ডার মার্সেল জাবিটসারের হেডে এগিয়ে যায় লাইপজিগ। সপ্তদশ মিনিটে সফল স্পটকিকে বায়ার্নকে সমতায় ফেরান রবের্ত লেভানদোভস্কি।

২৯তম মিনিটে জার্মান ফরোয়ার্ড টিমো ভেরনারের পেনাল্টি গোলে ও ডেনমার্কের ফরোয়ার্ড ইউসুফ পোলসেনের নীচু শটে ৩-১ এ এগিয়ে যায় স্বাগতিকরা। ৬০তম মিনিটে হেডে ব্যবধান কমান স্পেনের মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা।

পাঁচ মিনিট পর দুরূহ কোণ থেকে ভেরনারের দ্বিতীয় গোলে ফের দুই গোলে এগিয়ে যায় লাইপজিগ।

৮৪তম মিনিটে আরিয়েন রবেনের দুর্দান্ত শট ক্রসবারে লেগে ফিরলে হেডে জালে পাঠান লেভানদোভস্কি। যোগ করা সময়ে দাভিদ আলাবার দারুণ ফ্রি-কিকে সমতায় ফেরে বায়ার্ন।

আর এর চার মিনিট পর চমৎকার গোলে জয় নিশ্চিত করেন রবেন। ডান দিকে এক জনকে কাটিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে আরেক জনকে ফাঁকি দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ড।

গত মাসে শিরোপা নিশ্চিত করা বায়ার্নের পয়েন্ট হলো ৩৩ ম্যাচে ৭৯। ১৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে লাইপজিগ।

SCROLL FOR NEXT