খেলা

প্রথা ভেঙেছে এমএসএন: এনরিকে

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শনিবার লা লিগায় ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারায় বার্সেলোনা। দলের জয়ে মেসি দুটি, সুয়ারেস ও নেইমার একটি করে গোল করেন। এ নিয়ে তিন তারকা চলতি মৌসুমে গোলের সেঞ্চুরি পূরণ করলেন।

ম্যাচ শেষে এনরিকে বলেন, “কয়েক বছর আগেও প্রতি দলে একজন করে তারকা ছিল। এখানে নেইমারকে নিয়ে আসার সুযোগ এল এবং সমালোচনাও উঠল-এক দলে দুই তারকা থাকতে পারে না। এখন সেখানে তিন জন (তারকা), তারা বিশ্বসেরা।”

ভিয়ারিয়ালের বিপক্ষে চোখ ধাঁধানো ড্রিবলিং করা নেইমারের আলাদাভাবে প্রশংসা করেছেন এনরিকে।

“ফুটবলের একটা অর্থ তার কাছে আছে, যেটা যে কারো থেকে পুরোপুরি আলাদা, এমনিকে যে কোনো ব্রাজিলিয়ানের চেয়ে আলাদা।”

“ফুটবলকে সে একটা শিল্প হিসেবে জানে। তার প্রতিটা ড্রিবল দেখার জন্য আমি সময় দিতে পারি না, কিন্তু এটা দেখাটা দারুণ আনন্দের।”

SCROLL FOR NEXT