খেলা

'আমরা রোবট নই'

Byস্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে সেরা ষোলোয় পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে চলে যাওয়া বার্সেলোনা ফিরতি লেগে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। গত বুধবার ঘরের মাঠে ৬-১ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠে তারা।

এমন অসাধারণ পারফরম্যান্সের পর লিগে ফিরেই অঘটনের শিকার লুইস এনরিকের দল। রোববার রাতে দেপোর্তিভোর মাঠে আক্রমণাত্মক শুরু করেও খেই ধরে রাখতে না পেরে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা।

চোটের কারণে দলে ছিলেন না পিএসজির বিপক্ষে জয়ের নায়ক নেইমার। লিওনেল মেসি-লুইস সুয়ারেসরা অবশ্য ছিলেন। উরুগুয়ের স্ট্রাইকার একটি গোল করলেও দলের সেরা তারকা ছিলেন বিবর্ণ।

নিজেদের এমন পারফরম্যান্স প্রসঙ্গে তারকা ডিফেন্ডার পিকে বলেন, "বুধবার সমস্ত উদ্দীপনা ও উত্তেজনা দিয়ে অনেক চেষ্টার পর আবার প্রতিদ্বন্দ্বিতা করাটা কঠিন। আমরা যেভাবে খেলতে পছন্দ করি (দেপোর্তিভোর বিপক্ষে) সেভাবে খেলতে পারিনি।"

"এটাই ফুটবল। আমরা রোবট নই।"

এখানে হেরে যাওয়ায় লিগ টেবিলের শীর্ষস্থানও হারিয়েছে বার্সেলোনা। বুধবার অন্য ম্যাচে রিয়াল বেতিসকে হারিয়ে ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে সবার উপরে উঠে আসে রিয়াল মাদ্রিদ। মেসিদের পয়েন্ট ২৭ ম্যাচে ৬০।

SCROLL FOR NEXT