খেলা

মিশরকে হারিয়ে আফ্রিকার সেরা ক্যামেরুন

Byস্পোর্টস ডেস্ক

রোববার রাতে গ্যাবনের লিব্রেভিলে ফাইনালে ক্যামেরুনের জয়টি ২-১ গোলের।

নেশনস কাপের সর্বোচ্চ সাত বারের চ্যাম্পিয়ন মিশর ২২তম মিনিটে এগিয়ে গিয়েছিল। পোস্টের খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেন মোহামেদ এলনেনি।

৫৯তম মিনিটে সমতায় ফেরে ২০০২ সালে নেশনস কাপে নিজেদের চতুর্থ শিরোপা জেতা ক্যামেরুন। জোরালো হেডে বল ঠিকানায় পৌঁছে দেন নিকোলাস এনকলু।

নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ক্যামেরুনকে এগিয়ে নেন ভিনসেন্ট আবুবকর। তার নিখুঁত ফ্লিকে মিশরের ডিফেন্ডার আলি গাবরের মাথার ওপর দিয়ে বল জালে জড়ায়। শেষ পর্যন্ত এ গোলেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জয়ের উৎসবে মাতে ক্যামেরুন।

আফ্রিকান নেশনস কাপের ফাইনালে এই প্রথম মিশরকে হারাল ক্যামেরুন। ১৯৮৬ ও ২০০৮ সালে শিরোপা নির্ধারণী ম্যাচে মিশরের কাছে হেরেছিল তারা।

মিশরের পর দ্বিতীয় সর্বোচ্চ পঞ্চমবার নেশনস কাপের শিরোপা জিতল ক্যামেরুন।

SCROLL FOR NEXT