খেলা

ফের লড়াকু ব্রাজিলকে দেখছেন কাফু

Byস্পোর্টস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে বাছাই পর্বে রীতিমত উড়ছে তিতের দল। ১২ ম্যাচে ৮ জয় নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে নেইমাররা।

কোচ কার্লোস দুঙ্গার অধীনে খুব কঠিন সময় পার করছিল ব্রাজিল। ২০১৫ সালে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়ে ব্রাজিল। আর গত বছর যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতাটির শতবর্ষী আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপ জয়ী কাফুর মতে, তিতের অধীনে দলটি ভালোভাবে সামলে উঠেছে।

“যে কোনো জাতীয় দলের সঙ্গে ব্রাজিল লড়াই করতে পুরোপুরি সক্ষম।”

ওমনিস্পোর্টকে এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা কাফু বলেন, “তিতের মাধ্যমে আমরা সাফল্য পাওয়ার সঙ্গে সঙ্গে সত্যিকারের ফুটবলটা ফিরিয়ে আনতে পেরেছি।”

আগামী মার্চে ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে উরুগুয়ে ও পারাগুয়ের বিপক্ষে।

SCROLL FOR NEXT