খেলা

ইরানে ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশ দলের রুপা

Byক্রীড়া প্রতিবেদক

এই ইভেন্টে সোনা জিতেছে স্বাগতিক ইরান ও ব্রোঞ্জ পেয়েছে চীন।
 
বাংলাদেশ শুটিং ফেডারেশন সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ইরানের রাজধানী তেহরানে এই প্রতিযোগিতায় ১ হাজার ৮৬০ স্কোর করে রুপা এনে দেন তিন শুটার রিসালাতুল ইসলাম, রাব্বি হাসান মুন্না ও রবিউল ইসলাম।
 
তিন শুটারের মধ্যে রাব্বী সর্বোচ্চ ৬২৪.৬ স্কোর করেন। রবিউল ৬১৮.১ ও রিসালাতুল ৬১৭.৩ স্কোর করেন।
 
বাংলাদেশি শুটারদের মধ্যে বাছাইপর্ব পেরিয়ে ব্যক্তিগত পদকের লড়াইয়ে ফাইনালে ওঠা রাব্বী পঞ্চম হন।

SCROLL FOR NEXT