খেলা

সেরা গোলদাতাদের তালিকায় মুলার-কিনের পাশে রোনালদো

Byস্পোর্টস ডেস্ক

ইউরোপের সেরা গোলদাতার তালিকায় চতুর্থ স্থানে ছিলেন জার্মানির কিংবদন্তি গের্ড মুলার ও আয়ারল্যান্ডের রবি কিন। ৬৮ গোল নিয়ে সেই কাতারে উঠলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

রোববার রাতে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের মাঠে লাটভিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার পর শেষ দিকে চমৎকার ভলিতে জয় নিশ্চিত করেন রোনালদো। মাঝে আরেকটি পেনাল্টি পেয়েছিল পর্তুগাল; কিন্তু তার স্পটকিক পোস্টে লাগে। শেষ দিকে তার একটি হেডও ক্রসবারে বাধা পায়।

গত অগাস্টে জাতীয় দল থেকে অবসর নেন আয়ারল্যান্ডের ফরোয়ার্ড কিন। ফলে আন্তর্জাতিক ফুটবলে বর্তমান খেলোয়াড়দের মধ্যে রোনালদোর গোল এখন সবচেয়ে বেশি।

ইউরোপ মহাদেশের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ৩১ বছর বয়সী রোনালদোর উপরে আছেন হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস (৮৪) ও সান্দোর কচিস (৭৫) ও জার্মানির মিরোস্লাভ ক্লোসা (৭১)।

আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথও খোলা রোনালদোর সামনে। অবশ্য ইরানের কিংবদন্তি ফরোয়ার্ড আলি দায়েইর ১০৯ গোল ছাড়িয়ে যাওয়াটা দু:সাধ্যই বটে।

SCROLL FOR NEXT