খেলা

ভুটানে সম্ভাবনা জাগিয়েও ড্র শেখ রাসেলের

Byক্রীড়া প্রতিবেদক

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে মঙ্গলবার ২০১৭ সালের এএফসি কাপ প্লে-অফের বাছাইয়ে চাইনিজ তাইপের ক্লাব তাতুং এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে শেখ রাসেল।

৩৩তম মিনিটে ইকাঙ্গার গোলে এগিয়ে যায় প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে পাঁচ হার আর এক ড্র তিক্ত স্বাদ নিয়ে ভুটানে যাওয়া শেখ রাসেল। দলটির এক খেলোয়াড়ের হেড তাতুং গোলরক্ষক ফেরানোর পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন ইকাঙ্গা।

দ্বিতীয়ার্ধে গোল ধরে রাখতে পারেনি শেখ রাসেল। ৮১তম মিনিটে পেনাল্টি থেকে হুং শি চেং গোলরক্ষককে পরাস্ত করলে সমতায় ফেরে আগের ম্যাচে স্বাগতিক ভুটানের দল এফসি টেরটোন্সের সঙ্গে গোলশূন্য ড্র করে আসা তাতুং।

আগামী বৃহস্পতিবার ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভুটানের ঘরোয়া লিগের ২০১৫ সালের সেরা এফসি তেরতন্সের মুখোমুখি হবে ঘরোয়া লিগের গত আসরের রানার্সআপ শেখ রাসেল।

তিন গ্রুপের সেরা তিন দল পাবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের এই আসরের প্লে-অফে খেলার সুযোগ।

SCROLL FOR NEXT