খেলা

দেড় হাজার মিটারে যুক্তরাষ্ট্রের অপেক্ষার অবসান

Byস্পোর্টস ডেস্ক
১৯০৮ সালের পর এই প্রথম ইভেন্ট থেকে সোনা পেল যুক্তরাষ্ট্র।

গত তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বেইজিং অলিম্পিকের সোনা জয়ী কেনিয়ার আসবেল কিপরপ ছিলেন এই ইভেন্টে ফেভারিট। কিন্তু সবাইকে ছাড়িয়ে ৩ মিনিট ৫০ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেন ম্যাথিউ।

আলজেরিয়ার তাওফিক মাখলুফি রুপা ও নিউ জিল্যান্ডের নিক উইলস ব্রোঞ্জ জেতেন।

এ বছরের সবচেয়ে দ্রুততম টাইমিংয়ের মালিক কিপরপ শেষ ল্যাপে গতি হারিয়ে হন ষষ্ঠ।

দুই বার দেড় হাজার মিটারে অলিম্পিক চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি সেব্যাশ্চ্যান কো ম্যাথিউর গলায় সোনার পদক পরিয়ে দিয়ে বলেন, “(১ হাজার ৫০০ মিটারের) ক্লাবে স্বাগতম।”

 
SCROLL FOR NEXT