খেলা

রিওতে জেবেতের হাত ধরে বাহরাইনের প্রথম সোনা জয়

Byস্পোর্টস ডেস্ক
মূল প্রতিদ্বন্দ্বী কেনিয়ার হাইভিন কিয়েঙ্গকে প্রায় ৫০ মিটার পেছনে ফেলে আট মিনিট ৫৯ দশমিক ৭৫ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জিতলেও অল্পের জন্য বিশ্ব রেকর্ড গড়া হয়নি জেবেতের। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে আট মিনিট ৫৮ দশমিক ৮১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন রাশিয়ার গুলনারা গালকিনা।

গত বছর বেইজিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতা কিয়েঙ্গ নয় মিনিট ৭ দশমিক ১২ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা।

নয় মিনিট ৭ দশমিক ৬৩ সেকেন্ড সময় নিয়ে এমা কোবার্ন ব্রোঞ্জ জিতলেও দারুণ এক কীর্তি গড়েছেন। স্টিপলচেইজ থেকে এমার হাত ধরেই এই প্রথম পদক জিতল যুক্তরাষ্ট্র।
SCROLL FOR NEXT