খেলা

চীনকে ভারোত্তোলনের পঞ্চম সোনা এনে দিলেন মেং

Byস্পোর্টস ডেস্ক

স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩০৬ কোজি তোলা উত্তর কোরিয়ার কিম কুক হায়াংকে টপকাতে হলে ক্লিন অ্যান্ড জার্কে ১৭৭ কেজি তুলতে হতো মেংকে। ওই ওজন সফলভবে  তুলে চীনকে রিও দে জেনেইরো অলিম্পিকে ভারোত্তোলনের পঞ্চম সোনা এনে দেন ২৭ বছর বয়সী এই  অ্যাথলেট।

এ শতাব্দীতে হওয়া পাঁচ অলিম্পিকে ভারোত্তোলন থেকে এ নিয়ে ২৮টি পদক পেলো চীন। ২০০০ সালের অলিম্পিকের ভারোত্তোলনে মেয়েরা অংশ নেওয়ার পর থেকে আধিপত্য করছে দেশটি। রিওরসহ গত পাঁচ আসরে কোনোবারই পাঁচটার কম সোনা জেতেনি দেশটি।

স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২৮৬ কেজি তুলে ব্রোঞ্জ জিতেছেন সারাহ রোবলেস। ২০০০ সালের পর ভারোত্তোলন থেকে এই প্রথম পদক পেলো যুক্তরাষ্ট্র।
SCROLL FOR NEXT