খেলা

সোনা জিতেই জবাব দিলেন সুন ইয়াং

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
গেমসের তৃতীয় দিনে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে রিও অলিম্পিকে নিজের প্রথম সোনা জিতেছেন লন্ডন অলিম্পিকে ৪০০ ও ১৫০০ মিটার ফ্রিস্টাইলে বিজয়ী সুন।

১ মিনিট ৪৪.৬৫ সেকেন্ড সময় নিয়ে সুন দশমিক ৫৫ সেকেন্ড পেছনে ফেলেন দক্ষিণ আফ্রিকার চ্যাড লে ক্লসকে।

অলিম্পিকে ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইলে এটাই চীনের কোনো সাঁতারুর প্রথম সোনা জয়। লন্ডনে ২০১২ সালে এই ইভেন্টে দ্বিতীয় হয়েছিলেন সুন।

যুক্তরাষ্ট্রের কনর ডুয়াইর পেয়েছেন ব্রোঞ্জ পদক।

পদক জয়ের পর ইয়াংয়ের উচ্ছ্বাস দেখেই বোঝা যাচ্ছিল রিওতে সোনা জয়ের জন্য কতটা মরিয়া হয়েছিলেন তিনি।

৪০০ মিটারে সোনাজয়ী হর্টন ইয়াংকে ‘ড্রাগ প্রতারক’ বলেছিলেন দ্বৈরথ শুরুর আগে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছিল।

সুন দুই বছর আগে জানিয়েছিলেন নিষিদ্ধ উপাদান নেওয়ার জন্য তাকে তিন মাসের নিষেধাজ্ঞা কাটাতে হয়েছিল। তার দাবি, হৃৎপিণ্ডের সমস্যার জন্য তার ওই ওষুধ নিতে হয়েছিল।

SCROLL FOR NEXT