খেলা

অলিম্পিকে সোনার হাসি

Byস্পোর্টস ডেস্ক
যুক্তরাজ্যের জো জয়েসকে হারিয়ে সুপার-হেভিওয়েটে সোনা জেতেন ফ্রান্সের টনি ইয়োকা।
যুক্তরাজ্যের জো জয়েসকে হারিয়ে সুপার-হেভিওয়েটে সোনা জেতেন ফ্রান্সের টনি ইয়োকা।
নেদারল্যান্ডসের নুচকা ফন্তিনকে হারিয়ে বক্সিংয়ের মেয়েদের মিডলওয়েট বিভাগে অলিম্পিক শিরোপা ধরে রাখেন যুক্তরাষ্ট্রের ক্লারেসা শিল্ডস।
ছেলেদের লাইট-ওয়েল্টারওয়েটে জিতে উজবেকিস্তানকে বক্সিংয়ের তৃতীয় সোনা এনে দেন ফাজলিদ্দিন গাইবনাজারভ।
রাশিয়ার মিখাইল আলোয়ানকে হারিয়ে ছেলেদের ফ্লাইওয়েট বক্সিংয়ের শিরোপা জিতলেন উজবেকিস্তানের শাখোবিদিন জোইরভ।
লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন আজারবাইজানের তোঘরুল আসগারভকে হারিয়ে ফ্রিস্টাইল রেসলিংয়ের ছেলেদের ৬৫ কেজি ওজনশ্রেণিতে সোনা জেতেন রাশিয়ার সোসলান রামোনভ।
আজারবাইজানের খেতাগ গাজিউমভকে হারিয়ে ফ্রিস্টাইল রেসলিংয়ের ৯৭ কেজি ওজনশ্রেণিতে সোনা জেতেন যুক্তরাষ্ট্রের কাইলি স্নাইডার।
ছেলেদের ভলিবলের ফাইনালে ইতালিকে হারিয়ে আসরের সপ্তম সোনা জেতে ব্রাজিল।
একক অল-অ্যারাউন্ড ইভেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিতা মামুনের সাফল্যের পর এবার রিদমিক জিমন্যাস্টিক্সের দলগত অল-অ্যারাউন্ড ইভেন্টেও সেরা হলো রাশিয়ার মেয়েরা।
লন্ডন অলিম্পিকে চেক রিপাবলিকের ইয়ারোস্লাভ কুলহাভির সঙ্গে লড়াই করেও রুপা জিতেছিলেন সুইজারল্যান্ডের নিনো শুর্টার। রিওতে এবার কুলহাভিকেই পেছনে ফেলে মাউন্টেইন বাইকে ছেলেদের ক্রস কান্ট্রিতে সোনা জিতে বদলা নিলেন পাঁচ বারের এই বিশ্ব চ্যাম্পিয়ন।
অলিম্পিক পুরুষ বাস্কেটবলে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় যুক্তরাষ্ট্র।
গত দুই বারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে পুরষ হ্যান্ডবলে প্রথম অলিম্পিক সোনা জেতে ডেনমার্ক।
অলিম্পিক ইতিহাসে প্রথম দেশ হিসেবে দুই ম্যারাথনেই সোনা জিতল কেনিয়া। রিও গেমসের শেষ দিনে ছেলেদের ম্যারাথনে সেরা হয়ে অনন্য এই ইতিহাস গড়েন এলিউড কিপচোগে।
ছেলেদের মডার্ন পেন্টাথলনে সোনা জিতলেন বিশ্ব রেকর্ডধারী রাশিয়ার আলেক্সান্দার লেসুন।
সার্বিয়াকে হারিয়ে ভলিবলে তৃতীয় অলিম্পিক সোনা জেতে চীনের মেয়েরা।
ডাইভিংয়ের শেষ ইভেন্ট ছেলেদের ১০ মিটার প্ল্যাটফর্মে সোনার পদক জেতেন চীনের চেন আইশেন। এই ডিসিপ্লিনের আটটি সোনার মধ্যে সাতটিই গেল চীনের দখলে।
নেইমারের নেতৃত্বে অধরা স্বপ্ন পূরণ হলো ব্রাজিলের। ফাইনালে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে প্রথম অলিম্পিক সোনা জিতল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মেয়েদের হেভিওয়েট তায়কোয়ান্দোর ৬৭+ কেজি ওজনশ্রেণির সোনা জেতেন চীনের ঝেং শুইন।
ছেলেদের হেভিওয়েট তায়কোয়ান্দোর ৮০+ কেজি ওজনশ্রেণির সোনা জিতেছেন আজারবাইজানের রাদিক ইসায়েভ।
ছেলেদের ফ্রিস্টাইল ৮৬ কেজি ওজনশ্রেণির কুস্তির সোনা জেতেন রাশিয়ার আব্দুলরশিদ সাদুলায়েভ।
ছেলেদের রেসলিংয়ের ১২৫ কেজি ওজনশ্রেণির ফ্রিস্টাইলে সোনা জিতলেন তাহা আকগুল। রিও অলিম্পিকে তুরস্কের এটাই প্রথম সোনা।
ছেলেদের মিডলওয়েট বক্সিংয়ে উজবেকিস্তানের বেকতেমির মেলিকুজিয়েভকে হারিয়ে কিউবাকে রিও অলিম্পিকের বক্সিং থেকে তৃতীয় সোনা এনে দিলেন আরলেন লোপেস।
যুক্তরাষ্ট্রের শাকুর স্টিভেনসনকে হারিয়ে ছেলেদের ব্যান্টমওয়েট বক্সিংয়ের সোনা জিতেছেন কিউবার রোবেইসি রামিরেস
মেয়েদের ফ্লাইওয়েট বক্সিংয়ের শিরোপা ধরে রাখলেন যুক্তরাজ্যের নিকোলা অ্যাডামস।
মেয়েদের মাউন্টেইন বাইকের ক্রস কান্ট্রিতে সোনা জেতেন সুইডেনের জেনি রিসেডস।
মেয়েদের ট্রায়াথলনে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের গুয়েন জর্গেনসেন।
অলিম্পিকে মেয়েদের গলফের সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ইনবি পার্ক।
ছেলেদের ওয়াটার পোলোতে সোনা জিতেছে গত দুই অলিম্পিকে ব্রোঞ্জ জেতা সার্বিয়া।
মেয়েদের হ্যান্ডবলের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাশিয়া।
পুরুষ কায়াক একক ২০০ মিটারে সোনা জেতেন ব্রিটেনের লিয়াম হিথ।
মেয়েদের কায়াক ফোর ৫০০ মিটারে সোনা জেতে গতবারের চ্যাম্পিয়ন হাঙ্গেরি।
ব্রেন্ডেল-ফান্ড্রাই জুটির সাফল্যের কিছুক্ষণ পরেই পুরুষ কায়াক ফোর ১ হাজার মিটারে ক্যানু স্প্রিন্টের চতুর্থ সোনার পদক জেতে জার্মানি।
পুরুষ ক্যানু ডাবল ১ হাজার মিটারে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানির জেবাস্টিয়ান ব্রেন্ডেল ও ইয়ান ফান্ড্রাই জুটি।
বাস্কেটবলের ফাইনালে ১০১-৭২ পয়েন্টে স্পেনকে হারিয়ে টানা ষষ্ঠবারের মতো সোনার পদক জিতল যুক্তরাষ্ট্রের মেয়েরা।
মেয়েদের হাই জাম্পে সোনা জেতেন স্পেনের রুত বেইতিয়া। অলিম্পিকের অ্যাথলেটিক্সে মেয়েদের কোনো ইভেন্টে এটাই দেশটির প্রথম সোনার পদক।
কেনিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন জুলিয়াস ইয়োগোকে হারিয়ে পুরুষদের জ্যাভেলিন থ্রোতে সোনা জেতেন জার্মানির টমাস রুলার।
সবাইকে অবাক করে দিয়ে রিও অলিম্পিকের ছেলেদের এক হাজার ৫০০ মিটার দৌড়ের সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের ম্যাথিউ সেন্ট্রুইটস।
নিজের সেরা টাইমিং করে মেয়েদের ৮০০ মিটার দৌড়ে সোনা জেতেন দক্ষিণ আফ্রিকার কাস্টার সেমেনিয়া।
মেয়েদের ৪*৪০০ মিটার রিলেতে সতীর্থদের সঙ্গে প্রথম হয়ে ৬টি সোনা জয়ের অনন্য রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার অ্যালিসন ফেলিক্স।
অ্যাথলেটিক্সে ছেলেদের ৪*৪০০ মিটার রিলের সোনা জেতে যুক্তরাষ্ট্র।
১০ হাজার মিটারের পর পাঁচ হাজার মিটার দৌড়েও সোনা জিতে ‘ডাবল ডাবল’ পূর্ণ করলেন যুক্তরাজ্যর মোহামেদ ফারাহ।
ভারসাম্যের অসামান্য নিদর্শন আর দুর্দান্ত শারীরিক কলাকৌশল দেখিয়ে রিদমিক জিমন্যাস্টিক্সের একক অল অ্যারাউন্ড ইভেন্টের সোনা জেতেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশ জিমন্যাস্ট মার্গারিতা মামুন।
ব্যাডমিন্টনে পুরুষ এককের সোনা পদক জিতলেন চীনের লং চেন।
রিও গেমসে মেয়েদের মডার্ন পেন্টাথলনে চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ার ক্লোয়ি এসপোসিটো।
ইকুয়েস্ট্রিয়ানের শেষ ইভেন্ট একক জাম্পিংয়ে সোনার পদক জেতেন নিক স্কেলটন।
ওয়াটার পোলোয় সোনার পদক জিতে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার কীর্তি গড়ে লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।
মেয়েদের পোল ভল্টে সোনা জেতেন গ্রিসের একাতেরিনি স্তেফানিদি।
হ্যামার থ্রোতে সোনা জিতলেন তাজিকিস্তানের দিলশোদ নাজারভ। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে স্বাধীনতা লাভ করার পর মধ্য এশিয়ার দেশটির এটাই অলিম্পিকে প্রথম সোনা।
তায়কোয়ান্দোর ৬৭ কেজি ওজনশ্রেণিতে সোনা জেতেন দক্ষিণ কোরিয়ার ওহ হাই-রি।
ছেলেদের তায়কোয়ান্দোর ৮০ কেজি ওজনশ্রেণিতে জিতে কোত দি ভোয়াকে অলিম্পিক ইতিহাসে প্রথম সোনা এনে দেন চেইক সাল্লাহ সিসে।
রেসলিংয়ে ছেলেদের ফ্রিস্টাইলে ৫৭ কেজি ওজনশ্রেণিতে সোনা জেতেন জর্জিয়ার ভ্লাদিমির খিনচেগাশভিলি।
৭৪ কেজি ফ্রিস্টাইলে ‘ফেভারিট’ আনিউয়ার গেদুয়েভকে রিও অলিম্পিকের রেসলিং থেকে ইরানকে প্রথম সোনা এনে দেন হাসান ইয়াজদানি।
জন্মদিনে নিজেকে সেরা উপহারটাই দিলেন এসতেল মোসলি। মেয়েদের ৬০ কেজি ওজনশ্রেণিতে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কঠিন লড়াইয়ের পর সোনা জেতেন ফ্রান্সের এই বক্সার।
মেয়েদের হকির ফাইনালে নির্ধারিত সময়ের জমজমাট লড়াইয়ের পর পেনাল্টি শুটআউটে গতবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে হারিয়ে সোনা জেতে যুক্তরাজ্য।
সিনক্রোনাইজড সুইমিংয়ের দলগত বিভাগে টানা পঞ্চম অলিম্পিক সোনা জিতল রাশিয়ার মেয়েরা।
ছেলেদের দ্বৈতে জিতে এবারের অলিম্পিকে ব্যাডমিন্টন থেকে চীনকে প্রথম সোনা এনে দেন ফু হাইফেং ও ঝাং নান জুটি।
পুরুষ সাইক্লিং বিএমএক্স ফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে জিতে প্রথম অলিম্পিক সোনার পদক জেতেন যুক্তরাষ্ট্রের কনর ফিল্ডস।
মেয়েদের সাইক্লিং বিএমএক্সে শিরোপা ধরে রাখলেন কলম্বিয়ার মারিয়ানা পাহোন।
ফাইনালে নিখুঁতভাবে ব্যাটন হাতবদল করে ৪*১০০ মিটার রিলের সোনা জেতে যুক্তরাষ্ট্রের মেয়েরা।
অলিম্পিকের শেষ তিন ফাইনালে একটুর জন্য সোনা না জিততে পারার হতাশা ঘোচালেন ভিভিয়ান চেরুইয়ত। মেয়েদের ৫ হাজার মিটার দৌড়ে ‘হট ফেভারিট’ ইথিওপিয়ার আলমাজ আয়ানাকে পেছনে ফেলেন কেনিয়ার অন্যতম সেরা এই অ্যাথলেট।
মেয়েদের ২০ কিলোমিটার হাঁটায় সোনার পদক জেতেন চীনের লিউ হং।
সুইডেনকে ফাইনালে ২-১ গোলে হারিয়ে মেয়েদের ফুটবলে প্রথমবারের মতো অলিম্পিক সোনার পদক জেতে জার্মানি।
১০০ ও ২০০ মিটারের পর ৪*১০০ মিটার রিলেতেও সোনা জিতে অনন্য ‘ট্রিপল ট্রিপল’ পূরণ করলেন উসাইন বোল্ট।
রিও অলিম্পিকে ভারতের প্রথম সোনা জয়ের স্বপ্ন গুঁড়িয়ে ব্যাডমিন্টনের নারী এককের ফাইনালে চ্যাম্পিয়ন হন স্পেনের কারোলিনা মারিন।
গত অলিম্পিকের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জ্যারেড ট্যালেন্টকে পেছনে ফেলে ৫০ কিলোমিটার হাঁটায় সোনার পদক জেতেন স্লোভাকিয়ার মাতেই তত।
১০০ মিটারের মতো ২০০ মিটার স্প্রিন্টও সহজে জিতলেন উসাইন বোল্ট। এই দুই ইভেন্টে টানা তিন আসরে সোনা জেতা হয়ে গেল জ্যামাইকার এই গতিতারকার।
মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে থেকে সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের ডালিয়াহ মুহাম্মাদ।
চেক প্রজাতন্ত্রের বারবোরা স্পোতাকোভার টানা তিন অলিম্পিকে সোনা জেতা হলো না। দুই বারের অলিম্পিক চ্যাম্পিয়নের চেয়ে বেশি দূরত্বে বর্শা ছুড়ে মেয়েদের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জিতেছেন ক্রোয়েশিয়ার সারা কোলাক।
লন্ডনের পর রিও অলিম্পিকেও ডেকাথলনের সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের অ্যাশটন ইটন।
মেয়েদের তায়কোয়ান্দোর ৫৭ কেজি ওজনশ্রেণির সোনা ধরে রেখেছেন জেইড জোন্স।
তায়কোয়ান্দোর ৬৮ কেজি ওজনশ্রেণির ফাইনালে জিতে জর্ডানকে অলিম্পিক ইতিহাসের প্রথম পদক এনে দেন আহমেদ আবুঘানুস।
সেইলিংয়ে ৪৭০ নারী ইভেন্টের সোনা জিতেছে যুক্তরাজ্যের হ্যানা মিলস-স্যাসকিয়া ক্লার্ক জুটি।
সেইলিংয়ে ৪৭০ পুরুষ ইভেন্টের চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়ার সিমে ফান্তেলা ও ইগর মারেনিচ জুটি।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের পিটার বার্লিং ও ব্লেয়ার টাক সেইলিংয়ের পুরুষ ফোরটিনাইন ইআর ইভেন্টে সোনার পদক জেতে।
সেইলিংয়ে মেয়েদের ফোরটিনাইন ইআর এফএক্স ফাইনালে জিতে দেশের মানুষকে সোনার পদক উপহার দেয় ব্রাজিলের মার্তিনে গ্রায়েল ও কাহেনা কুনসে জুটি।
ক্যারিয়ারে সবচেয়ে বেশি দূরত্বে গোলক ছুড়ে অলিম্পিক রেকর্ড গড়ে শট পুটের সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের রায়ান ক্রাউজার।
ইতালিকে হারিয়ে রিও দে জেনেইরো অলিম্পিকে পুরুষদের বিচ ভলিবলে চ্যাম্পিয়ন স্বাগতিক ব্রাজিল।
বক্সিংয়ে লাইট-হেভিওয়েট ইভেন্টে অলিম্পিকে প্রথম সোনা জেতেন কিউবার বক্সার হুলিও সেসার লা ক্রুস।
মেয়েদের ফ্রিস্টাইলের ৬৩ কেজি ওজনশ্রেণিতে জিতে রিও অলিম্পিকের রেসলিং থেকে জাপানকে চতুর্থ সোনা এনে দেন ২১ বছর বয়সী রিসাকো কাওয়াই।
রেসলিংয়ে মেয়েদের ৭৫ কেজি ওজনশ্রেণির সেরা কানাডার এরিকা উইব।
মেয়েদের ৫৩ কেজি ওজনশ্রেণির ফ্রিস্টাইল রেসলিংয়ে ১৩ বারের বিশ্বচ্যাম্পিয়ন জাপানের সাওরি ইওশিদাকে হারিয়ে যুক্তরাষ্ট্রকে অলিম্পিকের ইতিহাসে রেসলিং থেকে প্রথম সোনার পদক এনে দেন হেলেন ম্যারোলিস।
ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ছেলেদের অলিম্পিক হকিতে প্রথম সোনা পেয়েছে আর্জেন্টিনা।
প্রথম অ্যাথলেট হিসেবে ট্রায়াথলনে অলিম্পিক শিরোপা ধরে রেখে অনন্য ইতিহাস গড়লেন যুক্তরাজ্যের অ্যালেস্টার ব্রাউনলি।
ডাইভিংয়ে মেয়েদের একক ১০ মিটার প্ল্যাটফর্মে স্বদেশি শি ইয়াজিকে হারিয়ে চ্যাম্পিয়ন চীনের রেন কিয়ান।
ব্যাডমিন্টনে মেয়েদের দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন জাপানের মিসাকি মাতসুতোমো ও আইয়াকা তাকাহাসি জুটি।
২০০৮ সালে বেইজিংয়ে ৪০০ মিটার হার্ডলসে রুপা জেতার পর আট বছরের অপেক্ষা। অবশেষে রিওতে সোনার পদক জিতে শূন্যতা ঘোচালেন যুক্তরাষ্ট্রের কেরন ক্লেমেন্ট।
ক্যানু স্প্রিন্টের ছেলেদের কায়াক ডাবল ২০০ মিটারে সোনা জেতে স্পেনের সাউল ক্রাভিতো ও ক্রিস্তিয়ান তোরো জুটি।
ক্যানু স্প্রিন্টের পুরুষ ডাবল কায়াক ১ হাজার মিটারে সেরা জার্মানির মাক্স রেন্ডস্মিট ও মার্কুস গ্রস জুটি।
ক্যানু স্প্রিন্টের মেয়েদের একক কায়াক ৫০০ মিটারে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন হাঙ্গেরির দানুতা কোজাক।
ক্যানুর একক ২০০ মিটারে অলিম্পিক রেকর্ড গড়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখেন ইউক্রেনের ইউরি চেভান।
মেয়েদের ১০০ মিটার হার্ডলসের সোনা-রুপা-ব্রোঞ্জ সবই গেল যুক্তরাষ্ট্রের ঘরে। রিও অলিম্পিকের দ্বাদশ দিনে সতীর্থদের পেছনে ফেলে সোনা জেতেন ব্রিয়ানা রোলিন্স।
ক্যারিয়ারের সেরা লাফ দিয়ে রিও অলিম্পিকে মেয়েদের লং জাম্পের সোনা জেতেন যুক্তরাষ্ট্রের টিয়ানা বারটোলেটা।
১০০ মিটারের পর মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টেও সোনা জিতলেন জ্যামাইকার এলেইন টম্পসন।
ছেলেদের ৩ হাজার মিটার স্টিপলচেইজে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জেতেন কেনিয়ার কনসেসলাস কিপরুতো।
স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে রিও দে জেনেইরো অলিম্পিকে মেয়েদের বিচ ভলিবলে সোনা জিতেছে জার্মানি।
ইকুয়েস্ট্রিয়ানের জাম্পিংয়ে সোনা জিতলেন ফিলিপ রোজিয়ে।
তায়কোয়ান্দোয় ছেলেদের ৫৮ কেজি ওজনশ্রেণিতে চীনকে সোনা এনে দেন ঝাও শুয়াই।
তায়কোয়ান্দোর মেয়েদের ৪৯ কেজি ওজনশ্রেণির সোনা জেতেন দক্ষিণ কোরিয়ার কিম সো-হুই।
আধিপত্য ধরে রেখে টেবিল টেনিসের পুরুষ বিভাগের সোনা জেতে চীন। রিওতে টেবিল টেনিসের চারটি সোনাই জিতল তারা।
৬৯ কেজি ফ্রিস্টাইলের ফাইনালে জিতে রেসলিং থেকে জাপানকে রিও গেমসের দ্বাদশ দিনে তৃতীয় সোনাটি এনে দিয়েছেন সারা দোশো।
রেসলিংয়ে ৪৮ কেজি ফ্রিস্টাইলের সোনা জেতেন জাপানের ইরি তোসাকা।
মেয়েদের ফ্রিস্টাইল রেসলিংয়ে ৫৮ কেজি ওজনশ্রেণির সোনা ধরে রাখেন কাওরি। অলিম্পিক ইতিহাসে প্রথম নারী হিসেবে টানা চার আসরে ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক জিতলেন ১০ বারের বিশ্বচ্যাম্পিয়ন এই কুস্তিগীর।
ব্যাডমিন্টনে মিশ্র দ্বৈতের ফাইনাল জিতে ইন্দোনেশিয়ার জাতীয় দিবসে দেশের মানুষকে সোনার পদক উপহার দেন আহমেদ তনতোই ও লিলিইয়ানা নাতসির।
উজবেকিস্তানের শাখরাম গিয়াসভকে হারিয়ে অলিম্পিক বক্সিংয়ে ওয়েল্টারওয়েট বিভাগে কাজাখস্তানের আধিপত্য ধরে রাখেন দানিইয়ার ইয়েলেউসিনভ।
রিও গেমসের দ্বিতীয় দিনে বছরের সবচেয়ে দীর্ঘ লাফ দিয়ে পুরুষ ট্রিপল জাম্পের অলিম্পিক শিরোপা ধরে রাখেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টিয়ান টেইলর।
ডিসকাস থ্রোয়ে ছয় প্রচেষ্টার পাঁচটিই ফাউল করে হারাতে বসেছিলেন অলিম্পিক শিরোপা। তবে তৃতীয় প্রচেষ্টায় প্রয়োজনীয় দূরত্বে চাকতি নিক্ষেপ করে টানা দ্বিতীয় আসরে সোনা জিতলেন ক্রোয়েশিয়ার সান্দ্রা পেরকোভিচ।
হাই জাম্পে সবার চেয়ে উঁচুতে লাফিয়ে সোনা জিতলেন কানাডার দেরেক দুয়াঁ।
বিশ্ব রেকর্ডধারী ইথিওপিয়ার গেনজেবে দিবাবাকে পেছনে ফেলে মেয়েদের এক হাজার ৫০০ মিটার দৌড়ে সোনা জেতেন কেনিয়ার ফেইথ কিপিয়েগন।
অলিম্পিকে ১১০ মিটার হার্ডলসে জ্যামাইকাকে প্রথম সোনার পদক এনে দেন ওমার ম্যাক্লাউড।
টেবিল টেনিসে মেয়েদের দলগত ফাইনালে জার্মানিকে উড়িয়ে সোনা জেতে চীন।
ছেলেদের ৩ মিটার স্প্রিংবোর্ডে সেরা হয়ে ফেভারিট চীনকে রিও গেমসে ডাইভিংয়ে পঞ্চম সোনার পদক এনে দিলেন কাও ইউয়ান।
রেসলিংয়ে ৯৮ কেজি ওজনশ্রেণিতে সোনার পদক জেতেন আর্মেনিয়ার আর্তুর আলেক্সানিয়ান।
গ্রেকো-রোমান রেসলিংয়ের ৬৬ কেজি ওজনশ্রেণিতে জিতে রিও গেমসে সার্বিয়াকে প্রথম সোনা এনে দিলেন দাভর স্তেফানেক।
ভারোত্তোলনের সুপার-হেভিওয়েটে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন জর্জিয়ার লাশা তালাখাদজে।
অলিম্পিকে বক্সিং থেকে দেশকে প্রথম সোনা এনে দিলেন ব্রাজিলের রবসন কনসেইসাও।
সেইলিংয়ের ফিন পুরুষ ইভেন্টে ব্রিটেনকে টানা পঞ্চম অলিম্পিক সোনা এনে দেন জাইলস স্কট।
সেইলিংয়ে মেয়েদের লেজার রেডিয়াল একক ডিঙ্গি ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াই শেষে সোনার পদক জেতেন নেদারল্যান্ডসের মারিট বাওমিস্টার।
সেইলিংয়ের পুরুষ লেজারে জিতে অস্ট্রেলিয়াকে রিও অলিম্পিকে সপ্তম সোনার পদক এনে দেন টম বার্টন।
সাইক্লিং ট্র্যাকে ওমনিয়ামের শিরোপা ধরে রেখে প্রথম ব্রিটিশ নারী হিসেবে চারটি অলিম্পিক সোনা জয়ের কীর্তি গড়েন লরা ট্রট।
সেইলিংয়ের নাকরা সেভেন্টিন মিক্সড ইভেন্টে সোনার পদক জেতে আর্জেন্টিনার সান্তিয়াগো লানগে ও সেসিলিয়া কারানসা জুটি।
জিমন্যাস্টিক্সের হরিজন্টাল বারে শ্বাসরুদ্ধকর কৌশল দেখিয়ে সোনা জেতেন জার্মানির ফাবিয়ান হামবুশেন।
জিমন্যাস্টিক্সের প্যারালাল বারে সেরা ইউক্রেনের ওলেগ ভারনিয়াভ।
সঙ্গীতের তালে ফ্লোরে দুর্দান্ত সব কলা-কৌশল দেখিয়ে রিও অলিম্পিকে চতুর্থ সোনা জিতলেন সিমোন বাইলস। অলিম্পিকের ইতিহাসে এক আসরে নারী জিমন্যাস্ট হিসেবে সর্বোচ্চ চারটি সোনার পদক জয়ের রেকর্ড স্পর্শ করেন এই মার্কিন জিমন্যাস্ট।
পানির নীচে-ওপরে দারুণ সব দেহভঙ্গি আর কলা-কৌশল দেখিয়ে সিনক্রোনাইজড সুইমিংয়ের দ্বৈততে সোনা জেতেন রাশিয়ার নাতালিয়া ইশচেঙ্কো আর সভেতলানা রোমাশিনা।
সাইক্লিংয়ে মেয়েদের একক স্প্রিন্টে সোনা জেতেন জার্মানির ক্রিস্টিনা ফোগেল। অলিম্পিকে একক ইভেন্টে এটাই তার প্রথম সাফল্য।
সাইক্লিং স্প্রিন্টের কিরিনের ফাইনাল জিতে যুক্তরাজ্যের কিংবদন্তি সাইক্লিস্ট ক্রিস হয়ের ৬টি অলিম্পিক সোনার পদক জয়ের রেকর্ড স্পর্শ করেন জ্যাসন কেনি।
পুরুষ কায়াক একক ১ হাজার মিটারে সোনা জেতেন স্পেনের মার্কুস কুপার।
মেয়েদের কায়াক ডাবল ৫০০ মিটার স্পিন্টে সোনা জেতে হাঙ্গেরি।
মেয়েদের কায়াক একক ২০০ মিটারে শিরোপা ধরে রাখেন নিউ জিল্যান্ডের লিসা ক্যারিংটন।
ক্যানু স্ল্যালমের এককে সোনা জেতেন জার্মানির জেবাস্টিয়ান ব্রেন্ডেল।
১০ কিলোমিটার দূরত্বের ম্যারাথন সাঁতারের ফিনিশিং লাইনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর ফটোফিনিশে সোনা জিতলেন নেদারল্যান্ডসের ফেরি ভিটারমান।
অলিম্পিক রেকর্ড গড়ে পোল ভল্টে সোনা জেতেন ব্রাজিলের চিয়াগো দা সিলভা। রিও অলিম্পিকে অ্যাথলেটিক্স থেকে এটাই স্বাগতিকদের প্রথম সোনা।
রিও গেমসের দশম দিনে ৪০০ মিটারের ফাইনালে ফিনিশিং লাইনে ডাইভ দিয়ে সোনা ছিনিয়ে নিলেন বাহামাসের স্পিন্টার শনে মিলার।
শিগরিই অবসরে যাবে ভালেগ্রো। এর আগে প্রিয় এই ঘোড়ায় চড়ে ইকুয়েস্ট্রিয়ানের ব্যক্তিগত ড্রেসাজে সোনা ধরে রাখলেন যুক্তরাজ্যের শার্লট ডুজ্যার্ডিন।
পুরুষ বক্সিংয়ে ৯১ কেজি ওজনশ্রেণির সোনা জেতেন ইভজেনি তিসচেঙ্কো।
অলিম্পিকের রেকর্ড গড়ে ভারোত্তোলনের পুরুষ ১০৫ কেজি ওজনশ্রেণির সোনা জেতেন ‘উজবেকিস্তানের গর্ব’ খেতাব পাওয়া রুসলান নুরুদিনোভ।
গ্রেকো-রোমান রেসলিংয়ের ৮৫ কেজি ওজনশ্রেণিতে সোনা জেতেন রাশিয়ার দাভিত চাকভেতাজ।
গ্রেকো-রোমান রেসলিংয়ের ১৩০ কেজি ওজনশ্রেণিতে সোনা জেতেন কিউবার মিজাইন লোপেস। টানা তিন অলিম্পিকে সোনা জেতা রাশিয়ার কিংবদন্তি কুস্তিগীর আলেক্সান্দার কারেলিনের পাশে বসেছেন তিনি।
শেষ ল্যাপে দুর্দান্ত দৌড়ে ৮০০ মিটারে সেরার খেতাব ধরে রাখেন কেনিয়ার ডেভিড রুদিশা।
রেসের মাঝ পথে দুর্ঘটনায় পড়লেও সে ধাক্কা দারুণভাবে কাটিয়ে ট্র্যাক সাইক্লিংয়ে পুরুষ ওমনিয়াম ইভেন্টে চ্যাম্পিয়ন হন ইতালির এলিয়া ভিভিয়ানি।
ব্যালেন্স বিমে সেরা হয়ে প্রথম ডাচ নারী হিসেবে অলিম্পিক জিমন্যাস্টিক্সে সোনা জেতেন সানে ভেভার্স।
উত্তর কোরিয়ার প্রথম জিমন্যাস্ট হিসেবে অলিম্পিক জিমন্যাস্টিক্সের ভল্টে সোনা জিতলেন রি সে-গোয়াং।
জিমন্যাস্টিক্সের রিংয়ে সোনা জেতেন গ্রিসের এলেফথেরিওস পেত্রোউনিয়াস।
দারুণ জমে ওঠা মেয়েদের ম্যারাথন সাঁতারে ইতালির রাচেলে ব্রুনিকে হারিয়ে সোনা জেতেন নেদারল্যান্ডসের শারন ফন রুভেনডাল।
হ্যামার থ্রোয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ে সোনা জেতেন পোল্যান্ডের অনিতা ফ্লোদারচিক। ৮২ দশমিক ২৯ মিটার দূরত্বে হাতুড়ি ছোড়েন তিনি।
এবারের অলিম্পিকে বাহরাইনকে প্রথম সোনার পদক এনে দিলেন জেবেত রুথ। মেয়েদের ৩ হাজার মিটার স্টিপলচেইজে প্রথম হন ১৯ বছর বয়সী এই অ্যাথলেট।
দৌঁড়ালেন সবাইকে ছাড়িয়ে, গড়লেন ইতিহাস। রিও গেমসের নবম দিনে ১০০ মিটার স্প্রিন্টে টানা তৃতীয় অলিম্পিকে সোনা জিতে নিলেন উসাইন বোল্ট।
মাইকেল জনসনের ১৭ বছরের পুরানো বিশ্ব রেকর্ড ভেঙে ৪০০ মিটার স্প্রিন্টে সোনা জিতে বিশ্বকে চমকে দেন দক্ষিণ আফ্রিকার ওয়েইড ভ্যান নিকার্ক।
পুরুষ স্প্রিন্টের শ্রেষ্টত্ব ধরে রেখে সাইক্লিং ট্র্যাকে ক্যারিয়ারে পঞ্চম অলিম্পিক সোনা জেতেন ব্রিটেনের জ্যাসন কেনি।
প্রেমিকার বন্দুক নিয়ে রিওতে নিজের দ্বিতীয় সোনা জিতলেন নিক্কোলো কাম্প্রিয়ানি। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন শুটিংয়ে জিতে শ্রেষ্টত্ব ধরে রাখলেন লন্ডন অলিম্পিকেও সোনা জেতা ইতালির এই শুটার।
ফেন্সিংয়ে পুরুষ এপের দলগত ইভেন্টে আধিপত্য ধরে রেখেছে ফ্রান্স। রিও গেমসে ইতালিকে হারিয়ে এই ইভেন্টে টানা তৃতীয় সোনা জেতে দেশটি।
ভারোত্তোলনে মেয়েদের ৭৫+ কেজি ওজনশ্রেণির সোনা জেতেন চীনের মেং সুপিং।
সেইলিংয়ের প্রথম দিনে মেয়েদের আরএস:এক্স থেকে সোনা জেতেন ফ্রান্সের শারলিন পিকোঁ।
সেইলিংয়ের পুরুষ আরএস:এক্স ইভেন্টে সোনা জেতেন নেদারল্যান্ডসের দরিয়ান ফন রাইসেলবার্গে।
বক্সিংয়ে লাইট-ফ্লাইওয়েটে ইভেন্টে কলম্বিয়ার ইউরবেরহেন মার্তিনেসকে হারিয়ে চ্যাম্পিয়ন হন উজবেকিস্তানের হাসানবয় দুসমাতোভ।
কুস্তিতে গ্রাকো-রোমান ইভেন্টের ৫৯ কেজি ওজনশ্রেণির সোনা জেতেন কিউবার কুস্তিগীর ইসমায়েল বোরেরো মোলিনা।
লন্ডনের পর রিওতেও সোনা জিতলেন রাশিয়ার রোমান ভ্লাসোভ। গ্রেকো-রোমান কুস্তিতে ৭৫ কেজি ওজনশ্রেণিতে সেরা হন বিশ্ব চ্যাম্পিয়ন ভ্লাসোভ।
আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোকে হারিয়ে অলিম্পিক টেনিসের এককে শ্রেষ্ঠত্ব ধরে রাখেন ব্রিটেনের অ্যান্ডি মারে। ছেলেদের এককে এর আগে কেউ দুটি সোনা জিততে পারেনি।
টেনিসে মেয়েদের দ্বৈতে চ্যাম্পিয়ন হন রাশিয়ার একাতেরিনা মাকারোভা ও এলেনা ভেসনিনা জুটি।
অলিম্পিক টেনিসে পাঁচটি সোনা জয়ের রেকর্ড গড়া হয়নি যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসের। সাতবারের এই গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ও তার সঙ্গী রাম রাজিবকে হারিয়ে টেনিসের মিশ্র দ্বৈতে সোনা জেতেন তাদের স্বদেশি বেথ্যানি ম্যাটেক-স্যান্ডস ও জ্যাক সক জুটি।
ট্রিপল জাম্প জিতে অ্যাথলেটিক্স থেকে কলম্বিয়াকে অলিম্পিক ইতিহাসে প্রথম সোনা এনে দেন ট্রিপল জাম্পার কাতেরিনে ইবারগুয়েন।
ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে জেতার দুই ঘণ্টারও কম সময়ের ব্যবধানে নিজের প্রিয় ইভেন্ট পমেল হর্সে সোনা জেতেন ব্রিটেনের ম্যাক্স হুইটলক।
পুরুষ ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে সোনার পদক জিতে অলিম্পিক জিমন্যাস্টিক্সে ব্রিটেনের ১২০ বছরের অপেক্ষার ইতি টানেন ম্যাক্স হুইটলক।
মেয়েদের ৩ মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে স্বদেশি হে জিকে পিছনে ফেলে ডাইভিংয়ে দ্বিতীয় সোনা জেতেন চীনের শি তিংমাও।
রিও গেমসে মেয়েদের জিমন্যাস্টিক্সে যুক্তরাষ্ট্রের আধিপত্যের অবসান ঘটিয়ে আনইভেন বারে শ্রেষ্টত্ব ধরে রাখেন রাশিয়ার আলিয়া মুস্তাফিনা।
ভল্ট থেকে জিমন্যাস্টিক্সে নিজের তৃতীয় সোনাটি জেতেন যুক্তরাস্ট্রের সিমোন বাইলস। কোনো মার্কিন নারী জিমন্যাস্ট এক আসরে এর আগে তিনটি সোনার পদক জিততে পারেনি।
১১২ বছর পর অলিম্পিকে ফেরা গলফের সোনা জেতেন যুক্তরাজ্যের জাস্টিন রোজ।
দূরপাল্লার দৌড়ে কেনিয়ার অ্যাথলেটদের আধিপত্য অনেক দিনের। তবে অলিম্পিকে মেয়েদের ম্যারাথনে কোনো সোনার পদক ছিল না আফ্রিকার দেশটির। রিওতে সেই আক্ষেপ দূর করলেন জেমিমা জেলাগাত সামগং।
রিও গেমসের অষ্টম দিনে ছেলেদের ৪*১০০ মিটার মেডলি রিলেতে যুক্তরাষ্ট্র দলের হয়ে আরেকটি সোনা জিতে রিও অলিম্পিক থেকে বিদায় নিলেন মাইকেল ফেলপস। সর্বকালের সেরা এই সাঁতারুর সোনার পদকের সংখ্যা দাঁড়ালো ২৩টিতে!
মেয়েদের ৪*১০০ মিটার মেডলি রিলেতে সেরা যুক্তরাষ্ট্রের মেয়েরা। এর মধ্য দিয়ে অলিম্পিকের সব আসর মিলিয়ে দেশটির সোনার পদক হলো ১ হাজার।
সুইমিংপুলের সবচেয়ে দীর্ঘ ইভেন্ট এক হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইলে দাপটের সঙ্গে সোনা জেতেন ইতালির গ্রেগোরিও পালত্রিনিয়েরি।
ফেভারিটদের পেছনে ফেলে ৫০ মিটার ফ্রিস্টাইলের সোনা জেতেন ডেনমার্কের পেনিল ব্লুম। দেশকে ১৯৪৮ সালের পর প্রথম সাঁতার থেকে সোনার পদক জেতালেন তিনি।
গতবারের চ্যাম্পিয়ন যুক্তরাজ্যের জেসিকা এনিস-হিলকে হারিয়ে হেপটাথলনের সোনা জিতলেন বেলজিয়ামের নাফিসাতু থিয়াম।
হ্যাটট্রিক শিরোপা জিততে পারলেন না শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। দুই বারের চ্যাম্পিয়ন জ্যামাইকার এই তারকা স্প্রিন্টারকে হারিয়ে রিও অলিম্পিকে দ্রুততম মানবী হয়েছেন তারই স্বদেশি এলেইন টম্পসন।
মরিয়া হয়ে লাফালেন শেষ রাউন্ড। ৮.৩৮ মিটারের ওই লাফে লং জাম্পের সোনা ছিনিয়ে নিলেন যুক্তরাষ্ট্রের জেফ হেন্ডারসন।
রিওতে মেয়েদের টেনিস এককের ফাইনালে জার্মানির আঞ্জেলিক কেরবারকে হারিয়ে মনিকা পুইগের চমক। পুয়ের্তো রিকোর ইতিহাসে এটাই প্রথম অলিম্পিক সোনা।
লন্ডন অলিম্পিকের সোনা জিতেছিলেন বড় ভাই; ছোটো ভাই জিতলেন রিওতে। ডিসকাস থ্রোতে শেষ প্রচেষ্টায় বাজিমাত করে সোনার পদক পরিবারেই রেখে দিলেন জার্মানির ক্রিস্টোফ হার্টিং।
দৌড়ের শুরুর দিকে পড়ে গেলেও ভেঙে পড়েননি, আত্মবিশ্বাস হারাননি মোহামেদ ফারাহ। উঠে দৌড়ে ঠিকই ধরে রাখলেন ১০ হাজার মিটার দৌড়ের শিরোপা।
ট্রাম্পোলিন জিমন্যাস্টিক্সে টানা দুই অলিম্পিকে পদক জয়ের কীর্তি গড়া হলো না ডং ডংয়ের। চীনের এই অ্যাথলেটকে হারিয়ে সোনা জেতেন বেলারুশের উলাদজিসলু হানচারু।
পুরুষ ৯৪ কেজি ওজনশ্রেণিতে জিতে রিও গেমসের ভারোত্তোলন থেকে ইরানকে দ্বিতীয় সোনা এনে দেন সোহরাব মোরাদি।
ট্র্যাক সাইক্লিংয়ে মেয়েদের কিরিন ইভেন্টে ব্রিটেনের রেবেকা জেমসকে হারিয়ে সোনা জেতেন নেদারল্যান্ডসের এলিস লিগটলে।
আগের দিন ট্র্যাক সাইক্লিংয়ে পুরুষ দলগত পারসুটে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জেতে ব্রিটেন। এবার একই কীর্তি গড়ে এই ইভেন্টে সোনা জিতল দেশটির মেয়েরা।
সেইবারে মেয়েদের দলগত ইভেন্টে ইউক্রেনকে উড়িয়ে দিয়ে রিও অলিম্পিকে ফেন্সিংয়ের চতুর্থ সোনা ঘরে তোলে রাশিয়া।
ইতালির তরুণ শুটার গাব্রিয়েলে রসেত্তি নিখুঁত স্কোরিংয়ে রিও অলিম্পিক শুটিংয়ে দেশকে তৃতীয় সোনার পদক এনে দেন।
গেমসের অষ্টম দিনে পুলিশ কর্মকর্তা ক্রিস্টিয়ান রাইৎস পুরুষ ২৫ মিটার র্যা পিড ফায়ার পিস্তল ইভেন্টে সেরা হন। রিওতে শুটিংয়ে টানা তিন দিনে তিনটি সোনার পদক পেল জার্মানি।
রোয়িংয়ের মেয়েদের এইটে মেয়েদের এককে আধিপত্য ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যকে পিছনে রেখে টানা তৃতীয় অলিম্পিক ঘরে তোলে দেশটি।
রোয়িংয়ের ‘মেনস এইট’ ইভেন্টে পুরোটা পথ এগিয়ে থেকে সোনা নিশ্চিত করে যুক্তরাজ্য।
রোয়িংয়ের মেয়েদের একক স্কালসে সোনা জেতেন ফেভারিট অস্ট্রেলিয়ার কিম্বার্লি ব্রেনান।
রোয়িংয়ের শেষ দিনে পুরুষ একক স্কালসে নিউ জিল্যান্ডের মাহে ড্রাইসডেল ও ক্রোয়েশিয়ার দামির মার্তিন একই সঙ্গে লাইন শেষ করেন। ফটো-ফিনিশে ড্রাইসডেলকে বিজয়ী ঘোষণা করা হয়।
১৬ বছর আগে সিডনি অলিম্পিকে পেয়েছিলেন জলে বিশ্বের দ্রুততম মানবের খেতাব। রিও গেমসের সপ্তম দিনে আবার ৫০ মিটার ফ্রিস্টাইলের সোনা জিতে সবাইকে অবাক করে দেন যুক্তরাষ্ট্রের অ্যান্থনি আরভিন।
মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে কেটি লেডেকির সোনা জেতাটা অনুমিতই ছিল। নিজের বিশ্ব রেকর্ড নিজেই ভাঙবেন কিনা সেটাই ছিল দেখার বিষয়। সেটাও অনায়াসেই সারলেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু।
১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং ২০০ ও ৪০০ মিটার ব্যক্তিগত মেডলি জেতার পর হার মানলেন কাতিনকা হোসুস। মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকের শেষ দিকে জোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে হাঙ্গেরির এই ‘লৌহমানবী’কে পেছনে ফেলেন যুক্তরাষ্ট্রের মায়া ডির্যানডো।
রিওতে চারটি ইভেন্টে নেমে সবকটিতেই সোনা জয়ের পর অবশেষে হার মানতে হলো মাইকেল ফেলপসকে। সর্বকালের সেরা এই সাঁতারুকে তার প্রিয় ইভেন্ট ১০০ মিটার বাটারফ্লাইয়ে পেছনে ফেলে সোনা জিতলেন সিঙ্গাপুরের জোসেফ স্কুলিং।
ফেন্সিংয়ে পুরুষ ফয়েল দলগত ইভেন্টের ফাইনালে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে সোনা জেতে রাশিয়ার ফেন্সাররা।
শুটিংয়ে ছেলেদের ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে সোনা জেতেন প্রথমবার অলিম্পিকে আসা জার্মানির হেনরি জুংহায়েনেল।
প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নেওয়া ইতালির দিয়ানা বাকোসি জেতেন মেয়েদের স্কিট শুটিংয়ে সোনা।
আলমাজ আয়ানা যেন উড়লেন। দর্শক, ধারাভাষ্যকার সবাইকে হতভম্ব করে দিয়ে মেয়েদের ১০ হাজার মিটারের বিশ্ব রেকর্ড অনায়াসে ভেঙে সোনা জেতেন ইথিওপিয়ার দূরপাল্লার এই দৌড়বিদ। ২৯ মিনিট ১৭.৪৫ সেকেন্ড সময়ে দৌড় শেষ করেন তিনি, আগের রেকর্ডের চেয়ে যা ১৪ সেকেন্ড কম।
টেনিসের পুরুষ দ্বৈতের সোনা জেতেন স্পেনের রাফায়েল নাদাল ও মার্ক লোপেস জুটি।
লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন যুক্তরাজ্যকে পেছনে ফেলে ইকুয়েস্ট্রিয়ানের দলীয় ড্রেসাজে সোনা জেতে জার্মানি।
ট্রাম্পোলিন জিমন্যাস্টিক্সের মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের সেরা কানাডার রোজি ম্যাক্লেন্যান। প্রথম অ্যাথলেট হিসেবে ট্রাম্পোলিন জিমন্যাস্টিক্সে টানা দুই আসরে সোনা জয়ের কীর্তি গড়লেন তিনি।
অলিম্পিকে মেয়েদের শট পুটে হ্যাটট্রিক সোনা জেতা হয়নি ভ্যালেরি অ্যাডামসের। নিউ জিল্যান্ডের এই অ্যাথলেটকে পেছনে ফেলে রিওতে সেরা হন যুক্তরাষ্ট্রের মিচেলে কার্টার।
ভারোত্তোলনে মেয়েদের ৭৫ কেজি ওজনশ্রেণিতে সেরা রিম জং সিম। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ৬৯ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছিলেন দক্ষিণ কোরিয়ার এই ভারোত্তোলক।
বিশ্বরেকর্ড গড়ে পুরুষ ৮৫ কেজি ওজনশ্রেণির সোনা জেতেন ইরানের ভারোত্তোলক কিয়ানোউস রোস্তামি।
একটা ভুলের জন্য লন্ডন অলিম্পিকে সোনা জেতা হয়নি, বিশ্ব চ্যাম্পিয়নশিপেও একবার একইরকম অনুতাপে পুড়তে হয়। তবে এবার আর কোনো ভুল নয়, সাইক্লিং ট্র্যাকে মেয়েদের দলগত স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়েছে চীনের গং জিনজি ও ঝং তিয়ানশি জুটি।
ব্র্যাডলি উইগিন্সের দুর্দান্ত পারফরম্যান্সে ট্র্যাক সাইক্লিংয়ের দলগত পারসুটে সোনা জিতলো যুক্তরাজ্য। সাবেক ট্যুর ডি ফ্রান্স চ্যাম্পিয়ন উইগিন্সের অলিম্পিকে এটা অষ্টম পদক।
রিও গেমসে অ্যাথলেটিক্সের প্রথম দিনে পুরুষদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় সোনা জেতেন চীনের ওয়াং ঝেন।
আর্চারির পুরুষ এককের ফাইনালে সোনা জিতলেন দক্ষিণ কোরিয়াল কু বন-চ্যান। এরই সঙ্গে রিও গেমসে এই ক্রীড়ার চারটি সোনার সবকটিই ঘরে তুললো দক্ষিণ কোরিয়া।
কিউবার আইদালিস অরতিসকে হারিয়ে মেয়েদের ৭৮ কেজির বেশি ওজনশ্রেণিতে সোনা জেতেন এমিলি আনদেওল। এবারের অলিম্পিকে জুডোয় এটাই ফ্রান্সের প্রথম সোনার পদক।
অলিম্পিক জুডোয় পুরুষ ১০০ কেজির বেশি ওজনশ্রেণিতে শিরোপা ধরে রেখেছেন ফ্রান্সের তেদি রিনার।
রোয়িংয়ে মেয়েদের লাইটওয়েট ডাবল স্কালসে সোনা জেতে নেদারল্যান্ডসের ইলজা পাউলিস ও মাইকে হিড জুটি।
রোয়িংয়ের পুরুষ লাইটওয়েট ডাবল স্কালসের চ্যাম্পিয়ন ফ্রান্সের পিয়েরে হোইন ও জেরেমি আজু।
রোয়িংয়ে মেনস ফোরে সোনা জেতে যুক্তরাজ্য। এই ইভেন্টে এটা তাদের টানা পঞ্চম অলিম্পিক সোনা।
রোয়িংয়ে মেয়েদের পেয়ারের ফাইনালে প্রত্যাশিত জয় তুলে নেয় পাঁচ বছর ও ৩৯ ম্যাচে অপরাজিত যুক্তরাজ্যের হেলেন গ্লোভার ও হিদার স্ট্যানিং জুটি।
গেমসের ষষ্ঠ দিনে ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সবার আগে দেয়াল ছুঁয়ে হাতের চারটা আঙুল দেখালেন মাইকেল ফেলপস। গড়লেন অবিশ্বাস্য আরেকটি রেকর্ড; টানা চার আসরে কোনো ব্যক্তিগত ইভেন্টে চ্যাম্পিয়ন হলেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু। পেয়ে গেলেন অলিম্পিকের ২২তম স্বর্ণপদক!
১০০ মিটার ব্যাকস্ট্রোকের পর ২০০ মিটারেও সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের রায়ান মারফি। এই ইভেন্টে সেই ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিক থেকে টানা ছয়টি সোনা জিতল যুক্তরাষ্ট্রের সাঁতারুরা।
নিষেধাজ্ঞা থেকে ফিরে আসা রাশিয়ার ইউলিয়া এফিমোভাকে পেছনে ফেলে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জেতেন জাপানের রিয়ে কানেতো।
ইভেন্ট একটাই; কিন্তু সোনার পদক গলায় ঝোলালেন দুজন, বাজলো দুই দেশের জাতীয় সঙ্গীত। মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইলে যে একই সঙ্গে সাঁতার শেষ করেন যুক্তরাষ্ট্রের সিমন ম্যানুয়েল ও কানাডার পেনি ওলেকজিয়াক।
রোয়িংয়ে ক্যানু স্ল্যালমের শেষ ইভেন্ট মেয়েদের কায়াকের এককে সোনা জেতে স্পেনের মাইয়ালেন কোউরাউত।
একই সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপ আর অলিম্পিক সোনার মালিক- রিওতে জিমন্যাস্টিক্সের অল-অ্যারাউন্ড রাউন্ডে প্রথম হয়ে ‘ডাবল’-এর কীর্তি গড়েন যুক্তরাষ্ট্রের মেয়ে সিমোন বাইলস।
সাইক্লিং ট্র্যাকের দলগত স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব ধরে রাখলো যুক্তরাজ্য। এই ইভেন্টে টানা তৃতীয় অলিম্পিক সোনা জিততে ৪২.৪৪০ সেকেন্ডের অলিম্পিক রেকর্ড গড়ে তারা।
অলিম্পিকের নতুন ক্রীড়া রাগবি সেভেনের ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন ফিজি। অলিম্পিক ইতিহাসে দেশটির এটাই প্রথম সোনার পদক জয়।
বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপ আগেই জিতেছেন, মা লংয়ের শিরোপা-শোভিত ক্যারিয়ারে ছিল না শুধু অলিম্পিক সাফল্য। রিওতে ছেলেদের টেবিল টেনিসে ব্যক্তিগত ইভেন্টে সেই অপূর্ণতা ঘোচালেন চীনের এই তারকা খেলোয়াড়।
স্লোভাকিয়ার দুই কাজিন লাদিস্লাভ স্কান্তার ও পিতার স্কান্তার রোয়িংয়ের ক্যানু স্ল্যালম ডাবলের সোনা জেতেন।
চীনকে দাপটের সঙ্গে হারিয়ে ফেন্সিংয়ে মেয়েদের দলগত এপের সোনা জেতে রোমানিয়া। রিও অলিম্পিকে এটাই দেশটির প্রথম স্বর্ণপদক।
রোয়িংয়ের পুরুষ কক্সলেস লাইটওয়েট ফোরে সোনা জেতে সুইজারল্যান্ড।
পুরুষ কক্সলেস পেয়ারে নিজেদের আধিপত্য ধরে রাখলো নিউ জিল্যান্ডের এরিক মারে ও হ্যামিশ বন্ড জুটি। লন্ডন অলিম্পিকের মতো রিওতেও রোয়িংয়ের এই ইভেন্টে সোনা জেতে তারা।
ক্রোয়েশিয়ার দুই ভাই মার্তিন সিনকোভিচ ও ভালেন্ত সিনকোভিচ ছেলেদের ডাবল স্কালসে জিতে রোয়িং থেকে দেশকে প্রথম অলিম্পিক সোনা এনে দেয়।
রোয়িংয়ের মেয়েদের ডাবল স্কালসে বেশিরভাগ সময় যুক্তরাজ্য এগিয়ে থাকলেও শেষ ১০০ মিটারে দুর্দান্ত গতিতে তাদের পিছনে ফেলে সোনা জেতে পোল্যান্ডের মাগদালেনা কজলোভস্কা ও নাতালিয়া মাদাই জুটি।
রোয়িংয়ে পুরুষ দলের মতো মেয়েদের কুয়াড্রুপল স্কালস ইভেন্টের সোনা ঘরে তোলে জার্মানি।
রোয়িংয়ে চার দাঁড়ির আট বৈঠার নৌকাচালনার ইভেন্ট কুয়াড্রুপল স্কালস ইভেন্টে সোনা জেতে লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন জার্মানি।
দেশের পতাকা হাতে উদ্বোধনী অনুষ্ঠানে পা রেখেছিলেন লুকাস ক্রপালেক। দেশের কাছ থেকে পাওয়া সেই সম্মানের প্রতিদান কি দারুণ ভাবেই না দিলেন চেক প্রজাতন্ত্রের এই জুডোকা। ১০০ কেজি ওজনশ্রেনিতে জিতে দেশকে রিও অলিম্পিকের প্রথম সোনা এনে দিয়েছেন তিনি।
জুডোয় মেয়েদের ৭৮ কেজি ওজনশ্রেণিতে সেরা হয়ে প্রথম অ্যাথলেট হিসেবে এই ইভেন্টে একাধিক সোনার পদক জয়ের কীর্তি গড়েছেন যুক্তরাষ্ট্রের কেইলা হ্যারিসন।
অলিম্পিকে আগের তিনবারে সাফল্য না পাওয়া বারবারা এংলেডের রিওতে এসে বাজিমাত করলেন। মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে সোনা জেতেন জার্মানির এই শুটার।
স্বদেশি তারকা কি বো-বায়ের ছায়া থেকে বেরিয়ে এসে মেয়েদের ব্যক্তিগত আর্চারিতে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার চাং হে-জিন।
রিও গেমসের পঞ্চম দিনে মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ের সোনা জেতার পর উচ্ছ্বসিত মিরেইয়া বেলমন্তে। স্পেনের ইতিহাসে অলিম্পিকে সোনা জেতা প্রথম নারী সাঁতারু তিনি।
সুইমিংপুলের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার ফ্রিস্টাইলের সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার কাইল চ্যালমার্স।
৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলে জিতে নিজের তৃতীয় সোনা জিতলেন কেটি লেডেকি। ১৯ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই সাঁতারু মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলের পর ২০০ মিটারেও সোনা সোনা জেতেন।
সবাইকে চমকে দিয়ে ছেলেদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন কাজাখস্তানের দিমিত্রি বালাদিন। অলিম্পিক সাঁতারে এশিয়ার দেশটিকে প্রথম কোনো পদকের স্বাদ এনে দিয়েছেন ২১ বছর বয়সী এই সাঁতারু।
‘শরীরের ওজন’ সোনা জিতিয়েছে নিজাত রাহিমোভকে। ভারোত্তোলনে ছেলেদের ৭৭ কেজি ওজনশ্রেণিতে সব মিলিয়ে তার সমান ৩৭৯ কেজি ওজন তুলেছিলেন চীনের লু জিয়াওজুন। তবে লুর চেয়ে ওজন কম হওয়ায় সোনার পদক উঠে কাজাখস্তানের রাহিমোভের গলায়।
অলিম্পিকের বেশিরভাগ ক্রীড়ায় দাপট দেখানো যুক্তরাষ্ট্র গত ১০০ বছরে ফেন্সিংয়ে সোনা জিততে পারেনি। পারলেন না ড্যারিল হোমারও। যুক্তরাষ্ট্রের এই ফেন্সারকে হারিয়ে সেইবারের পুরুষ এককের শিরোপা ধরে রাখলেন হাঙ্গেরির আরন সিলাগি।
ফেন্সিংয়ে মেয়েদের একক ফয়েলের সোনা জিতেছেন রাশিয়ার ইন্না দেরিগ্লাজোভা। লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন ইতালির এলিসা দি ফ্রান্সিসকাকে হারান তিনি।
ঝঞ্ঝাক্ষুব্ধ জলে বৈঠা বেয়ে সবচেয়ে কম সময়ে কোর্স শেষ করে ক্যানু স্ল্যালমের ছেলেদের কায়াক সিঙ্গেল ইভেন্টে সোনা জেতেন যুক্তরাজ্যের জোসেফ ক্লার্ক।
মেয়েদের ভারোত্তোলনের ৬৯ কেজি ওজনশ্রেণির সোনা জিতেছেন চীনের শিয়াং ইয়ানমেই।
সাইক্লিংয়ের পুরুষ টাইম ট্রায়ালের সোনা জিতেছেন সুইজারল্যান্ডের কানসেলারা ফাবিয়ান। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকেও সোনা জিতেছিলেন এই সাইক্লিস্ট।
পুরুষদের ৫০ মিটার পিস্তলে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার জি জং-ওহ। এই ইভেন্টে ২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও সোনা জেতেন পিস্তল শুটিংয়ে অন্যতম সেরা এই শুটার।
‘অলিম্পিক দল’কে প্রথম সোনা জিতিয়ে উচ্ছ্বসিত ফেহাইদ আলদিহানি। কুয়েতের জাতীয় অলিম্পিক কমিটিতে সরকার হস্তক্ষেপ করায় গত বছর দেশটিকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। রিও দে জেনেইরোতে পুরুষদের ডাবল ট্র্যাপ শুটিংয়ে দেশের হয়ে নয়, অলিম্পিক পতাকাতলে খেলে সোনা জিতেছেন আলদিহানি।
জুডোতে মেয়েদের ৭০ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছেন জাপানের হারুকা তাসিমোতা।
বয়সকে জয় করে সাইক্লিংয়ের মেয়েদের টাইম ট্রায়ালে সোনা জিতেছেন ক্রিস্টিন আর্মস্ট্রং। ৪৩তম জন্মদিনের আগের দিন জেতা সেই সোনা জয়ের উচ্ছ্বাস তিনি ভাগ করে নিলেন নিজের ছেলের সঙ্গে। টানা তিন আসরে সাইক্লিংয়ের এই ইভেন্টে সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট।
জুডোতে পুরুষ ৯০ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছেন খেলাটির সূতিকাগার জাপানের অ্যাথলেট মাশু বাকের।
ডাইভিংয়ের পুরুষ সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে সোনা জিতেছে যুক্তরাজ্যের জ্যাক লাফার ও ক্রিস মিয়ার্স জুটি।
ইউক্রেনের ওলেগ ভারনিয়াভের সঙ্গে জমজমাট দ্বৈরথ শেষে জিমন্যাস্টিক্সের অল অ্যারাউন্ড ইভেন্টে সোনা জিতেছেন জাপানের কোহেই উচিমুরা। গত ৪৪ বছরে এই প্রথম কোনো জিমন্যাস্ট টানা দুই অলিম্পিকে ব্যক্তিগত অল অ্যারাউন্ড ইভেন্টের সোনা জিতলেন।
টেবিল টেনিসে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন চীনের ডিং নিং। ফাইনালে তিনি হারিয়েছেন স্বদেশি লি শিয়াওশিয়াওকে।
রিওতে চতুর্থ দিনে ২০০ মিটার বাটারফ্লাইয়ে জেতা সোনার পদক নিয়েই আবার পানিতে নেমে সতীর্থদের সঙ্গে মাইকেল ফেলপস জিতলেন ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলের সোনা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এই সাঁতারুর ঝুলিতে জমা হলো ২১টি স্বর্ণপদক!
সুইমিংপুলে আবারও দেখা মিলল ফেলপস ঝড়। আবারও সোনা! ২০০ মিটার বাটারফ্লাইয়ে জিতে সাঁতারের রিও অলিম্পিকে তুলে নিলেন নিজের দ্বিতীয় সোনাটি।
ফ্রিস্টাইলে বিরল ট্রেবল জেতার পথে এগিয়ে চলেছেন কেটি লেডেকি। ৪০০ মিটার ফ্রিস্টাইলের পর এবার ২০০ মিটারে সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু। সামনে ৮০০ মিটারে সোনার হাতছানি।
আগের তিন অলিম্পিকে খালি হাতে ফেরা কাতিনকা হোসসু রিও অলিম্পিকে পেয়ে গেলেন তিনটি সোনা! ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে ও ১০০ মিটার ব্যাকট্রোকের পর এবার ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতলেন হাঙ্গেরির ‘লৌহমানবী'।
১২ বছর আগে এথেন্সে ৬২ কেজি ওজনশ্রেণিতে সেরা হয়ে চীনের নায়ক বনে গিয়েছিলেন শি ঝিয়ং। একই নাম নিয়ে ২২ বছরের তরুণ নতুন শি ঝিয়ং জিতে নিলেন ভারোত্তোলনে পুরুষ ৬৯ কেজি ওজনশ্রেণির সোনা।
নারী পুরুষ এক সঙ্গে খেলে এমন একমাত্র অলিম্পিক ক্রীড়া ইকুয়েস্ট্রিয়ানের ইভেন্টিংয়ের দলীয় ইভেন্টে সোনা জেতে ফ্রান্স।
ইকুয়েস্ট্রিয়ানের ইভেন্টিংয়ের একক ইভেন্টে টানা দ্বিতীয় আসরে সোনা জিতে দলীয় ইভেন্টে সোনা হারানোর হতাশা কিছুটা কাটান জার্মানির মিখায়েল ইয়ুং।
অলিম্পিক অভিষেকেই বিশ্ব রেকর্ড গড়লেন চীনের দেং ওয়েই। ভারোত্তোলনে মেয়েদের ৬৩ কেজি ২৬২ কেজি ওজন তুলে রেকর্ডটি গড়েন তিনি।
কৃত্রিমভাবে বানানো ঝঞ্ঝাক্ষুব্ধ ‘পাহাড়ী নদী’তে বৈঠা বেয়ে সবচেয়ে কম সময়ে কোর্স শেষ করে ক্যানু স্ল্যালমের ক্যানু সিঙ্গেল ইভেন্টে সোনা জেতেন ফ্রান্সের দেনিস গার্গ শানাঁ।
ফেন্সিংয়ে এপের পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন পার্ক স্যাং-ইয়ং। অলিম্পিকে ১০০ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সে সোনা জিতলেন দক্ষিণ কোরিয়ার এই অ্যাথলেট।
যুক্তরাষ্ট্রের ট্র্যাভিস স্টিভেন্সকে হারিয়ে পুরুষদের ৮১ কেজি ওজনশ্রেণির সোনা জিতেছেন রাশিয়ার জুডোকা খাসান খালমুরজায়েভ।
জুডোয় মেয়েদের ৬৩ কেজি ওজনশ্রেণিতে জিতে অলিম্পিকে স্লোভেনিয়াকে প্রথম সোনা এনে দেন তিনা ত্রাসতেননিয়াক।
জিমন্যাস্টিকসে লন্ডন অলিম্পিকের সাফল্যের পুনরাবৃত্তি করল যুক্তরাষ্ট্রের মেয়েরা। এবার রাশিয়াকে পেছনে ফেলে দলগত সোনার পদক জেতে তারা।
রিও গেমসে দুদিনের ব্যবধানে দুবার ইতিহাস রচনা করলেন আন্না কোরকাকি। ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে অলিম্পিকে প্রথম গ্রিক মহিলা শুটার হিসেবে পদক জয়ের পর এবার ২৫ মিটার পিস্তলে সোনা জিতে ইতিহাসটা নতুন করে লিখলেন।
ডাইভিংয়ে মেয়েদের সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফর্ম ইভেন্টে সোনা জিতে স্বদেশি উ মিনশিয়ার রেকর্ড স্পর্শ করলেন চীনের চেন রুওলিন। দুদিন আগে প্রথম ডাইভার হিসেবে অলিম্পিকে পাঁচটি সোনা জয়ের কীর্তি গড়েছিলেন মিনশিয়া।
রিও অলিস্পিকের তৃতীয় দিনে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জেতেন হাঙ্গেরির কাতিনকা হোসসু। এর আগে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতেও সোনা জেতেন ‘লৌহমানবী’ হিসেবে পরিচিত এই সাঁতারু।
২০০ মিটার ফ্রিস্টাইলে সেরা চীনের সুন ইয়াং। অলিম্পিকে ছেলেদের এই ইভেন্টে এটাই চীনের কোনো সাঁতারুর প্রথম সোনা জয়।
মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জেতেন যুক্তরাষ্ট্রের লিলি কিং।
ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জেতেন যুক্তরাষ্ট্রের রায়ান মারফি।
ফেন্সিংয়ে মেয়েদের সেইবার ব্যক্তিগত ইভেন্টের সেরা রাশিয়ার ইয়ানা এগোরিয়ান।
অলিম্পিকের নতুন ক্রীড়া রাগবি সেভেনের মেয়েদের ইভেন্টের সোনা জেতে অস্ট্রেলিয়া।
গত দুইবারের চ্যাম্পিয়ন চীনকে পেছনে ফেলে ছেলেদের দলগত জিমন্যাস্টিক্সে সোনা জেতে জাপান।
ভারোত্তোলনে পুরুষ ৬২ কেজি ওজনশ্রেণিতে সেরা ফিগেরোয়া মোসকেরা অস্কার আলবেইরো। এবারের অলিম্পিকে এটাই কলম্বিয়ার প্রথম সোনা।
ভারোত্তোলনে মেয়েদের ৫৮ কেজি ওজনশ্রেণিতে সোনা জেতেন থাইল্যান্ডের সুকন্যা স্রিসুরাত।
জুডোতে পুরুষ ৭৩ কেজি ওজনশ্রেণিতে সোনা জেতেন জাপানের শোহেই ওনো।
জুডোতে মেয়েদের ৫৭ কেজি ওজনশ্রেণির সেরা হন রাফায়েল সিলভা। এবারের অলিম্পিকে স্বাগতিক ব্রাজিলের এটাই প্রথম সোনা।
ডাইভিংয়ে ছেলেদের ১০ মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ে প্রত্যাশিত সোনা জেতেন চীনের চেন আইশেন ও লিন ইউই জুটি।
ছেলেদের ট্র্যাপ শুটিংয়ে সেরা ইয়োসিপ গ্লাসনোভিচ। অলিম্পিকের এই ইভেন্টে এটাই ক্রোয়েশিয়ার প্রথম সোনা।
১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন ইতালির নিক্কোলো কামপ্রিয়ানি।
রিও অলিম্পিকের দ্বিতীয় দিনে ক্যারিয়ারের ১৯ নম্বর অলিম্পিক সোনা গলায় ঝোলান মাইকেল ফেলপস! এই আসরে নিজের প্রথম সোনাটি যু্ক্তরাষ্ট্রের এই সাঁতারু পান সতীর্থদের সঙ্গে ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে।
সুইমিংপুলে ঝড় তুলে মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের কেটি লেডিকি। নিজেরই গড়া বিশ্ব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখতে সময় নেন ৫৬.৪৬ সেকেন্ড।
জুডোর পুরুষ ৬৬ কেজি ওজনশ্রেণিতে সবাইকে চমকে দিয়ে সোনা জেতেন র্যাং কিংয়ের ২৯তম ইতালির ফাবিও বাসিলে।
অলিম্পিকে প্রথমবারের মতো সুযোগ পাওয়া কসোভোকে প্রথম সোনার পদক এনে দেন জুডোকা মাইলিন্দা কেলমেন্দি। মেয়েদের ৫২ কেজি ওজনশ্রেণিতে সোনা জেতেন দুই বারের এই বিশ্ব চ্যাম্পিয়ন।
পুরুষদের মতো মেয়েদেরও দলগত আর্চারির সোনা জেতে দক্ষিণ কোরিয়া।
মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে নিজেরই গড়া রেকর্ড ভেঙে সাঁতারে সুইডেনকে অলিম্পিক ইতিহাসে প্রথম সোনা এনে দেন তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন সারা সুস্ট্রোম। নতুন বিশ্ব রেকর্ড গড়তে ৫৫.৪৮ সেকেন্ড সময় নেন এই সাঁতারু।
১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সেরা হওয়ার পথে নিজের রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়েন যুক্তরাজ্যের ২১ বছর অ্যাডাম পিটি।
প্রথম ডাইভার হিসেবে অলিম্পিকে পাঁচটি সোনা জয়ের অনন্য রেকর্ড গড়েন চীনের উ মিনশিয়া। ডাইভিংয়ে মেয়েদের ৩ মিটার সিনক্রোনাইজড স্প্রিংবোর্ড ইভেন্টে শি তিংমাওয়ের সঙ্গে জুটি বেঁধে সোনা জেতেন তিনি ৩০ বছর বয়সী এই ডাইভার।
তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর মেয়েদের সাইক্লিং রোড রেসের সোনা জেতেন নেদারল্যান্ডসের আনা ফন ডার ব্রেখেন।
মেয়েদের ৫৩ কেজি ওজনশ্রেণির ভারোত্তোলনে সোনা জেতেন তাইওয়ানের সু শু-চিং।
আট বছর পর অলিম্পিকে দ্বিতীয় সোনার দেখা পান লং কুইংকুয়ান। বিশ্ব রেকর্ড গড়ে পুরুষদের ৫৬ কেজি ওজনশ্রেণির ভারোত্তোলনে সোনা জেতেন চীনের এই অ্যাথলেট।
ফেন্সিংয়ের পুরুষ ব্যক্তিগত ফয়েল ইভেন্টে সোনা জেতেন ইতালির দানিয়েলে গারোস্সো।
প্রথমবারের মতো অলিম্পিকে খেলতে আসা অস্ট্রেলিয়ার ক্যাথেরিন স্কিনার মেয়েদের ট্র্যাপ শুটিংয়ে সোনা জেতেন।
নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় দল নিয়ে অলিম্পিকে যাওয়া চীন সোনার পদকের দেখা পায় দ্বিতীয় দিনে। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে সেরা হন প্রথমবারের মতো অলিম্পিকে আসা শুটার জাং মেনজিউ।
রিও গেমসের প্রথম দিনে সুইমিংপুলে ঝড় তুলে বিশ্ব রেকর্ড গড়েন হাঙ্গেরির কাতিনকা হোসসু। মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে প্রতিদ্বন্দ্বীদের অনেক পেছনে ফেলে ৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ডে সোনা জেতেন ‘লৌহমানবী’ হিসেবে পরিচিত এই সাঁতারু।
পুরুষদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জেতেন জাপানের কোসুকে হাগিনো।
মেয়েদের ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতে অস্ট্রেলিয়া। বিশ্বরেকর্ড গড়তে অস্ট্রেলিয়ার মেয়েদের সময় লাগে তিন মিনিট ৩০.৬৫ সেকেন্ড।
পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে সেরা হন অস্ট্রেলিয়া ম্যাক হর্টন।
জুডোর পুরুষ ৬০ কেজি ওজনশ্রেণিতে সোনা জেতেন রাশিয়ার বেসলান মুদ্রানোভ।
জুডোর মেয়েদের ৪৮ কেজি ওজনশ্রেণিতে সোনা জেতেন আর্জেন্টিনার পাওলা পারেতো। দেশটির ইতিহাসে অলিম্পিক জুডো থেকে এটাই প্রথম সোনার পদক।
ভারোত্তোলনের মেয়েদের ৪৮ কেজি ওজনশ্রেণিতে সেরা হন থাইল্যান্ডের সোপিতা তানাসান। অলিম্পিক ভারোত্তোলনে সব মিলিয়ে চতুর্থ থাই নারী হিসেবে সোনা জেতেন তিনি।
আর্চারির পুরুষ দলগত বিভাগে সোনা জেতে দক্ষিণ কোরিয়া। বিজয়ী দলের ২৩ বছর বয়সী কু বনচ্যান ফাইনালে তার ছয়টি তিরই লক্ষ্যের ঠিক মাঝে লাগিয়ে সর্বোচ্চ ১০ পয়েন্ট করে পান।
সাইক্লিংয়ের রোড রেস ইভেন্টে সোনা পান বেলজিয়ামের গ্রেগ ফন আভেরমাট।
ফেন্সিংয়ে মেয়েদের ব্যক্তিগত এপে ইভেন্টে সোনা জেতেন হাঙ্গেরির এমেসে সাস।
পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন সুয়ান ভিন হোয়াং। অলিম্পিক ইতিহাসে ভিয়েতনামের এটাই প্রথম সোনা।
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে অলিম্পিক রেকর্ড ২০৮ স্কোর গড়ে সোনা জেতেন যুক্তরাষ্ট্রের শুটার ভার্জিনিয়া থ্র্যাশার।
SCROLL FOR NEXT