খেলা

লন্ডনে ২০০ মিটারে জয়ী বোল্ট

Byস্পোর্টস ডেস্ক

লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে গত শুক্রবার ২০০ মিটার শেষ করতে বোল্ট সময় নেন ১৯.৮৯ সেকেন্ড। দ্বিতীয় স্থানে থাকা পানামার আলোন্সো এডওয়ার্ডের চেয়ে ০.১৫ সেকেন্ড এগিয়ে থেকে দৌড় শেষ করেন জ্যামাইকার এই স্প্রিন্টার।

২০০৯ সালে ১৯.১৯ সেকেন্ডে দৌড় শেষ করে ২০০ মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ড গড়েন বোল্ট। তবে ২০০ মিটারে এ বছরের সেরা টাইমিং (১৯.৭৪ সেকেন্ড) যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার লাশন মেরিটের।

জাতীয় ট্রায়ালে ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডে হ্যামস্ট্রিং পেশিতে চোট পেয়েছিলেন বোল্ট। সেমি-ফাইনাল জয়ের পর নিজেকে সরিয়েও নিয়েছিলেন তিনি। চোটের শঙ্কা থাকার পরও তাকে রাখা হয় জ্যামাইকার অলিম্পিক দলে। বোল্টের ফিটনেস নিয়ে শঙ্কা দূর হয়ে গেল তার লন্ডনের পারফরম্যান্সে।

বেইজিং ২০০৮ আর লন্ডন ২০১২ অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের সোনা জেতেন বোল্ট। রিও দে জেনেইরোতে আগামী অগাস্টে শুরু হতে যাওয়া গেমসে পদক দুটি ধরে রাখার জন্য দৌড়াবেন ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডের মালিক ২৯ বছর বয়সী বোল্ট। 
লন্ডনের দৌড় শেষে বোল্ট বলন, “শুরুটা ভালো করতে পারিনি আমি; কিন্তু চোটমুক্ত অবস্থায় দৌড় শেষ করতে পেরেছি বলে আমি খুশি।”
SCROLL FOR NEXT