খেলা

হতাশা থেকেই মেসির অবসরের ঘোষণা: রোমেরো

Byস্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালে হওয়া ফাইনালে নির্ধারিত আর অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জেতে চিলি। টাইব্রেকারে নিজেদের প্রথম শট থেকে গোল করতে পারেননি বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসি। ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। 

মেসি এই সিদ্ধান্তে অটল থাকবেন না বলেই মনে করেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক রোমেরো। 

“আমি মনে করি, লিও আবেগময় হয়ে এটা বলেছে। কারণ, ভালো একটি সুযোগ ফসকে যেতে দিয়েছি আমরা। আমাদের মতো একই ভাবনা তার।”

“আমি মেসিকে ছাড়া জাতীয় দল কল্পনাই করতে পারছি না।”

১৯৯৩ সালের কোপা আমেরিকা জয়ের পর আর কোনো শিরোপার মুখ না দেখা আর্জেন্টিনা এবার ২৩ বছরের সাফল্য-খরা কাটাতে মরিয়া ছিল। কিন্তু ২০১৪ বিশ্বকাপ আর ২০১৫ সালের কোপা আমেরিকার পর এবারও তীরে এসে তরী ডুবল তাদের।

SCROLL FOR NEXT