খেলা

'ইতালিতে এত বেশি গোল পেত না মেসি-রোনালদো'

Byস্পোর্টস ডেস্ক

এবারের সেরি আয় এরই মধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছে দিবালার দল ইউভেন্তুস। তিন ম্যাচ হাতে রেখে ইতালির শীর্ষ লিগে দলকে চ্যাম্পিয়ন করতে ১৬ গোল করে অবদান রাখেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

সেরি আয় টানা পঞ্চমবারের মতো ইউভেন্তুসের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাখা ২২ বছর বয়সী দিবালা করেন ১৬ গোল। স্পেনের ফুটবলে প্রায় প্রতি মৌসুমেই ৫০ এর বেশি গোল করেন বর্তমান বিশ্বের সেরা দুই তারকা মেসি ও রোনালদো।

এ প্রসঙ্গে ইতালির এক ক্রীড়া পত্রিকাকে দিবালা বলেন, “আমি বলব, ইতালিতে রক্ষণ অনেক ভালো এবং এখানে কৌশলগত ফুটবল খেলা হয়।”

“স্পেনের মতো এখানকার ছোট দলগুলো উল্টা পাল্টা ও অসাবধান হয়ে খেলে না, যদিও আতলেতিকো মাদ্রিদ এই মানসিকতায় পরিবর্তন এনেছে। মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো ইতালিতে খেললে ৮০-৯০টি করে গোল করত না। তারা (গনসালো হিগুয়াইনের) মতো ৪০টি গোল পেত, কিন্তু ৮০ নয়।"

এ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে মিলিয়ে এ পর্যন্ত ৪৭টি গোল করেছেন তিনবারের বর্ষসেরা রোনালদো। আর দুই মাস চোটের কারণে বাইরে থাকার পরও সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭টি গোল করেছেন পাঁচবারের বর্ষসেরা তারকা মেসি।

SCROLL FOR NEXT