)
খেলা

ভিনিসিউসের প্রতিমূর্তি ঝুলিয়ে আটক ৪

Byস্পোর্টস ডেস্ক

কয়েক মাস ধরেই চলছিল তদন্ত। অবশেষে ভিনিসিউস জুনিয়রের প্রতিমূর্তি ঝুলানোর সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে স্পেনের পুলিশ। 

এমন সময় এই খবর এলো, যখন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আবারও বর্ণবাদের শিকার হয়েছেন এবং তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। লা লিগায় বর্ণবাদ ‘স্বাভাবিক বিষয়’ এমন তীর্যক মন্তব্যও করেছেন ভিনিসিউস। 

গত জানুয়ারিতে ঘটে ওই কাণ্ড। ভিনিসিউসের একটি প্রতিকৃতি বানিয়ে সেটাতে ২০ নম্বর জার্সি পরিয়ে তার ক্লাব রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠের সামনের একটি ব্রিজ থেকে ঝুলিয়ে দেওয়া হয়। 

সঙ্গে একটি ব্যানারও লাগিয়ে দেওয়া হয়। যেখানে লেখা ছিল, ‘রিয়ালকে মাদ্রিদ ঘৃণা করে।’ 

ওই ঘটনার পর তদন্ত শুরু করে স্পেনের পুলিশ। সেটার ফলাফল হিসেবে চারজনকে গ্রেফতার করার কথা মঙ্গলবার জানায় তারা। 

লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিউসের পাশে দাঁড়িয়েছে ফিফা, ব্রাজিল সরকার থেকে শুরু করে অনেকে। রিয়ালের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেসও বার্তা দিয়েছেন ভিনিসিউসের পাশে থেকে বর্ণবাদের বিরুদ্ধে কাজ করে যাওয়ার। 

ভিনিসিউস নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন, যত সংগ্রামই তাকে লড়তে হোক না কেন, বর্ণবাদের শেকড় উৎপাটনে কাজ চালিয়ে যাবেন তিনি।

SCROLL FOR NEXT