বিজ্ঞান

চীনের স্যাটেলাইট নিয়ে রহস্য

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সম্প্রতি ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, জুলাই মাসে উৎক্ষিপ্ত তিনটি উপগ্রহ দিয়ে চীন আসলে কী করতে চাইছে, সে বিষয়ে কোনো পরিষ্কার তথ্য প্রকাশ করেনি দেশটি।

উপগ্রহ উৎক্ষেপনের বিষয়ে কিছু বিশ্লেষক ধারণা করছেন, চীন অ্যান্টি-স্যাটেলাইট প্রযুক্তি পরীক্ষা করে দেখছে। এ কারণেই তাদের একটি স্যাটেলাইটে যুক্ত করা হয়েছে অন্য স্যাটেলাইট কব্জা করার উপযোগী বাহু।

আবার অনেকে বলছেন, চীনের এ উপগ্রহের সমষ্টি আসলে মহাকাশ গবেষণায় দেশটির সামগ্রিক দক্ষতা বাড়ানোর একটি প্রচেষ্টা। কারণ ওই বাহু দিয়ে একাধিক স্যাটেলাইট একসঙ্গে মিলিয়ে শেষ পর্যন্ত একটি মহাকাশ গবেষণা কেন্দ্রের গুরুত্বপূর্ণ অংশ তৈরি করতে চায় দেশটি-- বব ক্রিস্টি বলেছেন স্পেস পলিসি অনলাইন ডটকম-এ।

২০২০ সালে চীনের মহাকাশ গবেষণা কেন্দ্র তৈরির কথা রয়েছে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে ধারণাগুলোর মধ্য থেকে কোনটি সঠিক? চীন ২০ জুলাই তিনটি উপগ্রহ একত্রে মহাকাশে নিক্ষেপ করেছে। উপগ্রহগুলোর নাম হচ্ছে শিয়ান-৭, চংক্সিন-৩ এবং শিজিয়ান-১৫।

SCROLL FOR NEXT