)
সমগ্র বাংলাদেশ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে চার বাসের সংঘর্ষে নিহত ২

Byমুন্সীগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জ অংশে ঢাকামুখী লেনে বিকল একটি বাসে পেছন থেকে পরপর তিনটি বাস ধাক্কা দিলে দুইজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

শ্রীনগর উপজেলার কেউটখালীর কাছে রোববার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আফজাল হোসেন জানান।

নিহতরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার তাহসান (৬) ও মুন্সীগঞ্জের সিরাজদিখানের আব্দুল কুদ্দুস (৩৫)।

আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাহফুজ রিবেন জানান।

ওসি মো. আফজাল হোসেন প্রত্যক্ষদর্শীর বরাতে জানান, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী পশ্চিম পাশের লেনে শরিয়তপুর পরিবহনের একটি বাস বিকল হয়ে যায়। এরপর ওই বাসের যাত্রীরা মোল্লা পরিবহনের একটি বাসে ওঠার সময় পেছন দিক সাকুরা পরিবহনের আরেকটি বাস ধাক্কা দেয়; পরপর পেছনে আরেকটি বাস ধাক্কা দেয়।

তিনি জানান, এই চার বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। একটি বাস নিয়ে চালক পালিয়ে গেছে। বাকি তিন বাস আটক করলেও ওগুলোর চালক পলাতক।

ওসি জানান, দুর্ঘটনার পর ওই লেনে যান চলাচল এক ঘণ্টার মতো বন্ধ থাকে। পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।

আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

SCROLL FOR NEXT