যশোর জেনারেল হাসপাতাল।

)<div class="paragraphs"><p>যশোর জেনারেল হাসপাতাল।</p></div>
সমগ্র বাংলাদেশ

যশোরে সড়কে ঝরল মোটরসাইকেল আরোহী ২ যুবকের প্রাণ

Byযশোর প্রতিনিধি

যশোরে সড়কে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার বিকাল পৌনে ৪টার দিকে যশোর শহরতলীর শেখহাটি বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. মনিরুজ্জামান জানান।

নিহত দুইজন হলেন- শহরের বারান্দিপাড়া মোল্লাপাড়ার ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল হোসেন (২২) এবং সিটি কলেজপাড়া বৌবাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে আল আমিন হোসেন (২২)।

প্রত্যক্ষদর্শী সরোয়ার হোসেন নান্নু জানান, স্ট্যান্ড ফেলা অবস্থায় চলন্ত মোটরসাইকেলে বসে ওই দুই যুবক মোবাইল ফোনে ছবি তুলছিলেন। আকস্মিক সামনে একটি ইজিবাইক চলে আসে। এ সময় ঘুরাতে গিয়ে স্ট্যান্ড রাস্তায় আটকে মোটরসাইকেলটি পড়ে যায়। এতে আরোহী দুজনই গুরুতর আহত হন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিষ রায় জানান, রক্তাক্ত অবস্থায় দুই যুবককে বিকাল পৌনে ৪টার দিকে হাসপাতালে আনা হয়। এ সময় আমিন হোসেনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ইসমাইল হোসেন চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যান।

SCROLL FOR NEXT