প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে একান্ত সহকারী সচিব ২  গাজী হাফিজুর রহমান লিকু কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

)<div class="paragraphs"><p>প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে একান্ত সহকারী সচিব ২&nbsp; গাজী হাফিজুর রহমান লিকু কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।</p></div>
সমগ্র বাংলাদেশ

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা এমদাদুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Byগোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সদর উপজেলার মানিকদাহ গ্রামে তৃতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সোমবার বেলা ১১টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় এমদাদুল হক চৌধুরী (৮৫) মারা যান।

মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর এই কমান্ডার গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

দাফনের আগে মঙ্গলবার সকাল ১০টায় সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে মরদেহ আনা হয়।

সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার একান্ত সহকারী সচিব ২  গাজী হাফিজুর রহমান লিকু কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ ছাড়া গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের পক্ষসহ জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়।

এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন উদ্দিনের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন শহরের কোর্ট মসজিদের ঈমাম মুফতী হাফিজুর রহমান। এতে জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

SCROLL FOR NEXT