)
সমগ্র বাংলাদেশ

ফরিদপুর জেলা পরিষদ সদস্যকে কুপিয়ে জখম

Byফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জেলা পরিষদ সদস্য এখলাস ফকিরকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন।   

মঙ্গলবার দুপুরে সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবিতে এ হামলা হয় বলে আহত এখলাস ফকির ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান। 

গুরুতর আহত ফরিদপুর জেলা পরিষদ সদস্য এখলাস ফকিরকে (৪৫) ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হামলাকারীরা তাকে কুপিয়ে নগদ টাকা লুট করে এবং তার ব্যবহৃত প্রাইভেটকার ভাংচুর করে বলেও অভিযোগ এখলাস ফকিরের। 

হাসপাতালে এখলাস ফকির সাংবাদিকদের জানান, মঙ্গলবার দুপুরে তিনি কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবিতে একটি বিয়েবাড়িতে দাওয়াতে যান। সেখান থেকে বের হওয়ার পর একদল হামলাকারী তাকে গাড়ি থেকে নামিয়ে মাথা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। তার গাড়িও ভাঙচুর করে। 

হাসপাতালে উপস্থিত কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস বলেন, গত ইউপি নির্বাচনে তার এক প্রতিপক্ষ একের পর এক সন্ত্রাসী হামলা চালাচ্ছেন। এখলাস ফকিরকেও তার নির্দেশে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলালউদ্দিন ভুঁইয়া বলেন, ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চালানো হচ্ছে। 

বিল্লাল ফকিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

SCROLL FOR NEXT