কুষ্টিয়ায় অস্ত্র মামলায় দণ্ডিত আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

)<div class="paragraphs"><p>কুষ্টিয়ায় অস্ত্র মামলায় দণ্ডিত আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।</p></div>
সমগ্র বাংলাদেশ

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় একজনের ২০ বছর কারাদণ্ড

Byকুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় অস্ত্র বহনের দায়ে এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহম্মদ আলী আহসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলেন জানান সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

দণ্ডিত আবুল হোসেন ওরফে আকরাম (৫০) সদর উপজেলার মিলপাড়া এলাকার বাসিন্দা।

মামলার বরাত দিয়ে পিপি অনুপ কুমার নন্দী বলেন, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বরে কুষ্টিয়া শহরের হাউজিং চাঁদাগাড়া মাঠ এলাকার দুষ্কৃতকারীরা অস্ত্র নিয়ে অবস্থান করছেন বলে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশকে দেখে ওই এলাকায় এক ব্যক্তি একটি বাজারের ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে গেলে তাকে আটক করে পুলিশ।

“এরপর তার কাছে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে একটি দেশে তৈরি শাটার গান ও চারটি গুলি জব্দ করা হয়।”

পিপি জানান, এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এসআই ফারুক হোসেন বাদী হয়ে মামলা করেন। ওই বছরের ৩০ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা শাখার এসআই সাহেব আলী তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন।

SCROLL FOR NEXT