বিজিবির হাতে আটক দুজন।

)<div class="paragraphs"><p>বিজিবির হাতে আটক দুজন।</p></div>
সমগ্র বাংলাদেশ

শার্শা সীমান্তে ‘১২ সোনার বার’সহ দুই যুবক আটক

Byবেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা সীমান্ত পথে ‘ভারতে পাচারের সময় ১২টি সোনার বার’সহ দুই যুবককে আটক করা হয়েছে। যাদের পাচারকারি বলছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বুধবার বিকালে একটি টহল দল রুদ্রপুর সীমান্তের বিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোনাসহ দুই যুবককে আটক করে বলে জানান খুলনা ২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান। 

আটক দুজন হলেন যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের দেব হালদার (৪২) ও একই এলাকার সাইদুল ইসলাম (২৩)।

ব্যাটালিয়ন অধিনায়ক তানভীর রহমান বলেন, শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে সোনার একটি চালান ভারতে পাচার হবে, এমন সংবাদে বিজিবি ওই সীমান্তে টহল জোরদার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্তের দিকে অগ্রসর হওয়া সন্দেহভাজন দুই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন; বিজিবি ধাওয়া দিয়ে তাদের ধরে।

“পরে তাদের দেহ তল্লাশি করে ১২টি সোনার বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৪০০ গ্রাম ও বাজার মূল্য ১ কোটি ২০ লাখ ১১ হাজার ৩০০ টাকা।”

আটক দুই যুবককে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল তানভীর বলেন, সোনার বারগুলো যশোরের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।=

SCROLL FOR NEXT