আগুনে কার্যালয়ের জানালার কাচ, চেয়ার, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ক্ষতিগ্রস্ত হয়।

)<div class="paragraphs"><p>আগুনে কার্যালয়ের জানালার কাচ, চেয়ার, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ক্ষতিগ্রস্ত হয়।</p></div>
সমগ্র বাংলাদেশ

নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

Byনরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছে একদল লোক। কার্যালয়টি দলের জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবনে অবস্থিত। 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের চিনিশপুর এলাকার বাসভবনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।  

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে একদল দুর্বৃত্ত মশাল মিছিল নিয়ে বাসভবনের গেইট ভেঙে ভেতরে ঢোকে। পরে তারা নিচতলায় কার্যালয়ের জানালার কাচ ভেঙে এবং অগ্নিসংযোগ করে পালিয়ে যায় তারা।  

নরসিংদী ফায়ার সার্ভিসের সদস্যরা আধঘণ্টার চেষ্টায় আগুন নেভান। 

আগুনে কার্যালয়ের জানালার কাচ, চেয়ার, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ক্ষতিগ্রস্ত হয়। 

আগুনে কার্যালয়ের জানালার কাচ, চেয়ার, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ক্ষতিগ্রস্ত হয়।

গত বৃহস্পতিবার জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা হয়। এর জেরেই, নাকি অন্য কোনো কারণে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটেছে তা  নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। 

খবর পেয়ে ঘটনাস্থলে যান নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী। তিনি আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। 

সিসিটিভি ভিডিও দেখে দায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে তিনি তার আশার কথা জানান। 

মনজুর এলাহী বলেন, “জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার জেরে এ অগ্নিসংযোগ করা হয়েছে কিনা সে বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না।”

SCROLL FOR NEXT