ফাইল ছবি

)<div class="paragraphs"><p>ফাইল ছবি</p></div>
সমগ্র বাংলাদেশ

কক্সবাজারে ‘অপহরণের’ ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি কৃষকের

Byকক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে এক কৃষককে ‘অপহরণের’ ২৪ ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি। 

এদিকে মোবাইল ফোনে অপরিচিত ব্যক্তি তার মুক্তির বিনিময়ে মোটা অংকের পণ দাবি করেছে বলে অভিযোগ ওই কৃষকের পরিবার। 

সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন মজুমদার।

‘অপহৃত’ ৪০ বছর বয়সী মোহাম্মদ ছৈয়দ হ্নীলা ইউনিয়নের জাদিমুরা জুম্মাপাড়ার মো. মুন্সি মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, রোববার সকালে নিজ ক্ষেতে কাজ করার সময় মুখোশধারী একদল লোক অস্ত্রের মুখে মোহাম্মদ ছৈয়দকে তুলে নিয়ে যায়। 

ছৈয়দের স্ত্রী হাসিনা বেগম বরাতে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বলেন, “ঘটনার পর থেকে ছৈয়দকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে থানায় অবহিত করা হয়। 

“সোমবার দুপুরে অজ্ঞাত দুর্বৃত্তরা অপহৃতের স্ত্রীর মোবাইল ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি এক লাখ টাকা দিতে চাইলেও দুর্বৃত্তরা রাজি হয়নি।” 

এরপর থেকে ওই মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায় বলে জানান ইউপি সদস্য। 

পরিদর্শক নাছির উদ্দিন বলেন, ঘটনাটি অবহিত হওয়ার পর থেকে কৃষককে উদ্ধারে পুলিশের পাশাপাশি র‍্যাবও অভিযান চালাচ্ছে। 

তবে মোবাইল ফোনে মুক্তিপণ দাবির বিষয়টি অবহিত নন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

SCROLL FOR NEXT