ফাইল ফটো

)<div class="paragraphs"><p>ফাইল ফটো</p></div>
সমগ্র বাংলাদেশ

সাতক্ষীরায় বাইকের ধাক্কায় প্রধান শিক্ষক নিহত, আহত ৭

Byসাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে বাইকের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন; আহত হয়েছেন সাতজন।

আশাশুনি থানার ওসি মমিনুল ইসলাম জানান, শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই প্রধান শিক্ষকের মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে আশাশুনি-ঘোলা সড়কের শ্রীউলা মাদ্রাসা মোড়ে দ্রুত গতির একটি বাইকের ধাক্কায় আটজন আহত হয়।

নিহত দেবাশীষ সরকার (৪২) উপজেলার গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

ওসি মমিনুল ইসলাম জানান, গতকাল রাতে শ্রীউলা মাদ্রাসা মোড়ে ১০-১২ জন দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে অভিজিৎসহ আটজন আহত হন।

“পরে তাদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে দেবাশীষ সরকারের মৃত্যু হয়।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহত সাতজনের মধ্যে বাইকটির চালক মেহেদী, আরোহী মাহমুদুল্লাহকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে, অভিজিৎ এবং হাসান নামের দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

SCROLL FOR NEXT