)
সমগ্র বাংলাদেশ

কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় দুর্ভোগে ছিন্নমূল মানুষ

Byকুড়িগ্রাম প্রতিনিধি

জেঁকে বসা শীতে কাবু হয়ে পড়েছে উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামের মানুষ। এতে ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা; বেশি কষ্টে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের লোকজন।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা তুহিন মিয়া বলেন, বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

এদিন সকাল থেকে বেলা পর্যন্ত সূর্য়ের দেখা মেলেনি। হিমেল হাওয়ায় মানুষের মাঝে জবুথুবু অবস্থা বিরাজ করছে।

সদরের যাত্রাপুর ইউনিয়নের বলতি পাড়া গ্রামের কৃষি শ্রমিক শাহেব আলী বলেন, “এত ঠান্ডায় মানুষ তো বিছানা থেকে উঠে নাই। আর আমরা পেটের দায়ে কাজে যাচ্ছি। এত শীতে কাজ করতে একদম মন চায় না।”

ওই এলাকার মিনা বেগম বলেন, “গতকাল থেকে খুবই ঠান্ডা পড়ছে। ঘরের বাইরেই তো যাওয়া যাচ্ছে না।”

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল গফুর বলেন, “আমার ইউনিয়নটি নদী বেষ্টিত চরাঞ্চল। কনকনে শীতে ও ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার কৃষি শ্রমিকরা। এ অবস্থায় শ্রমিকরা ঠিকমত মাঠে যেতে পারছেন না, ব্যাহত হচ্ছে কৃষি কাজ।”

এ জেলায় অন্তত ৫-৬ হাজার দুস্থ ও অসহায় মানুষ আছে। এখন পর্যন্ত সরকারি ভাবে বরাদ্দ পাওয়া সাতশ কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

SCROLL FOR NEXT