রাজশাহী নগরী

)<div class="paragraphs"><p>রাজশাহী নগরী</p></div>
সমগ্র বাংলাদেশ

রাজশাহীতে চার মেয়র প্রার্থীসহ ১৭৪ জনের মনোনয়ন জমা

Byরাজশাহী প্রতিনিধি

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন চার মেয়রপ্রার্থীসহ ১৭৪ জন। 

মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এ তথ্য জানিয়েছেন এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। 

তিনি বলেন, সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যারা মনোনয়নপত্র তুলেছেন তাদের মধ্যে গত রোববার জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম। সোমবার মনোনয়ন ফরম জমা দেন আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরশিদ আলম ফারুকী এবং জাকের পার্টি মনোনীত আনোয়ার লতিফ। 

নগরীর ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়তে ১৪২ জন মনোনয়ন ফরম তুলেছিলেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা। এদের মধ্যে দাখিল করেছেন ১২৪ জন। 

এ ছাড়া, সংরক্ষিত ১০ নারী আসনের জন্য মনোনয়নপত্র তুলেছেন ৪৭ জন। জমা দিয়েছেন ৪৬ জন।

দেলোয়ার হোসেন জানান, আগামী ২১ জুন এ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ জুন। 

রাজশাহী সিটিতে এবার ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। 

নতুন ৩০ হাজার ১৫৭ জন ভোটার এবার প্রথমবারের মতো এই নির্বোচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

SCROLL FOR NEXT