রাজবাড়ী থানা

)<div class="paragraphs"><p>রাজবাড়ী থানা</p></div>
সমগ্র বাংলাদেশ

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা হত‍্যা মামলায় গ্রেপ্তার ২

Byরাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শেখ সুমন সবুজ হত‍্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ও বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা, রাজবাড়ী সদর থানার এসআই কামরুজ্জামান সিকদার।

গ্রেপ্তাররা হলেন- বরাট ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের গোলাম মোস্তফা এবং হাওলি জয়পুর গ্রামের মো. যুবরাজ।

দুজনই রাজবাড়ীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন বলে জানায় পুলিশ।

তাদের জবানবন্দীর বরাতে এসআই কামরুজ্জামান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবুজ ও গোলাম মোস্তফার মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। ঈদ উপলক্ষে মোস্তফা উড়াকান্দা রিসোর্টে বিভিন্ন রাইড আনলে তা চালাতে বাধা দেন সবুজ । এতে মোস্তফার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই হত‍্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়। এতে যুবরাজও জড়িত।

কামরুজ্জামান সিকদার আরও বলেন, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামে নিজ বাড়িতে একদল দুর্বৃত্ত ঘরের জানালা দিয়ে গুলি করে সবুজকে হত্যা করে।

এতে সজীব নামে একজন গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় গত সোমবার রাতে নিহতের বাবা শামসুল আলম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা করেন।

SCROLL FOR NEXT